অন্যরকম ভালো লাগা,
মন স্রোতের ডোরা কাটা
শূণ্য খাতায় !
ভরেছে শত শত কবিতায়,
গদ্য আর পদ্ম পাতায়।
তোরা কে কে যাবি দেখিতে
নীল আলোয়,
কেমন দোলায় ?
চিলে ঘুড়ি মিলন মেলায়।
শুরুর পথে দেখে মুগ্ধ আমি।
হয়েছে সুন্দর দেখেছি দাঁড়িয়ে ছিলে যে কবিতা পাঠে তুমি ।
খুব দ্রুতগতিতে চলছিল,
সেই দিন বিকেলে।
যেন পথের মাঝে আকাশ থেকে,
চন্দ্র নিজে জমিনে পা রাখিল ।
পাতায় পাতায় ডালের গোরায়
যেন ফুফিয়ে উঠেছিল,ফুলের থোরায় থোরায় ।
ঝাঁকে ঝাঁকে একে বেকে,তাজা পাখিগুলো বাসায় ফিরছিল,
কি জানি কি হলো ? হঠাৎ পাখিগুলো আকাশ থেকে জমিনে নেমে এলো ।
কিছু দিলাম
খেয়ে তারা আবার আকাশ পনে চলে গেল ।
কবিতা পাঠ্য ভূমি,
যে নৃত্যনতুন হয়েছো আমার তুমি।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০