বনবাসী
তোমার জন্য সদাই আমার
মনটা কেমন করে
ঘরের বাইরে চলে যাই, তবু
মন রেখে যাই ঘরে।
আমায় তুমি যে বাসো না ভালো
জেনে গেছি মনে মনে
ঘর ছেড়ে তাই দূরে চলে যাই
ঘুরে ফিরি বনে বনে। •
ঘরে ফিরে আর কী হবে বন্ধু,
নেই কোনো প্রয়োজন,
ঘরের মানুষ আপন হয় নি,
পাই নাই তার মন।
সর্বশেষ নিবেদন
তুমি চলে যাবে নিঠুর কালিয়া,
আর আসিবে না ফিরে,
আমার কথাটি ভুলে যাবে জানি
প্রিয় মানুষের ভিড়ে।
ভালো যে বাসো না আমার সঙ্গ
এই কথা আমি জানি,
এ মন কিছুই প্রবোধ মানে না,
অবুঝ হৃদয়খানি।
ভুল যদি কিছু করেই ফেলেছি
অপরাধ যদি নাও
যা কিছু শাস্তি আমার প্রাপ্য
সব তুমি দিয়ে যাও।
চলে যাবে যেয়ো, যাবাব বেলায়
একটি কথাই রেখো,
ভালোবাসো, নাকি বাসো নি ভালো,
এইটুকু বলে যেয়ো।
ঝড়
তুমি চলে গেছো, ভুলে গেছো, তাই
খবর রাখো নি কোনো,
আমার জীবনে যে ঝড় তুলেছো
থামলো না কোনোদিনও।
• ২০০৩