প্রায় ১.৫ বৎসর আগে তৈরী করা profile -এ প্রথম লিখার অনুভুতি আর কারো আছে কিনা আমার জানা নেই। তবে আমি যে খুব মজা পাচ্ছি একাথা খুব জোর দিয়ে বলতে পারি। কারণ বাংলা টাইপে অনভ্যস্থ হয়েও, ধৈর্য্য সহকারে লিখছি।
ভালো লাগার কি কারন হতেপারে ভেবে পাচ্ছিলাম না। কারন, প্রথমত অমি কোন লেখক নই; তার উপর, কি লিথব তারও ঠিক নেই.. এমতবস্থায় লিখার প্রতি আগ্রহ না থাকারই কথা। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করছি আমি এই আবোল-তাবোল লেখার মধ্যে আনন্দ পাচ্ছি।
এটা যেহেতু আমার প্রথম লিখা, আমর মনে হয় আমার সম্পর্কে কিছু লিখাই বাঞ্চনীয়। আমার ইউজারনেম দিয়েই শুরু করতে পারতাম। কিন্তু, ১.৫ বৎসর আগে এই ইউজারনেম কেন পছন্দ করেছিলাম তা মনে করা আমার জন্য কষ্টসাধ্য কিংবা অসাধ্যই বলা চলে। তাই সোই চেষ্টাও করব না। তবে এখন ইউজারনেম পরিবর্তন না করে ও টাকেই ‘upward compatible’ (Dennie van Tassel -এর মতে It means we get to keep all our old mistakes.

পেশায় আমি একজন IT Professional. Programming একই সংগে আমার শখ ও পেশার অংশ। আপাতত ভাল programmer হবার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ এ পর্যন্তই থাক, অনেক জানা হয়ে গেছে।