ইভ টিজিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন প্রয়োজন আন্দোলনের। আন্দোলন শুরুও হয়ে গেছে। কিন্তু সে আন্দোলনকে ব্লগে কয়েকটি পোস্ট আর ভারী ভারী মন্তব্যে বন্দী রাখবো?
না! চাইলে আরো বড় পরিসরে কাজ করতে পারি। সম্মিলিতভাবে।
কি করবো এবং যেভাবে করতে চাই :
একটি ইভটিজিং বিরোধী পোস্টার, যা ডিজাইন করে রেখেছেন ব্লগার ফিউশন ফাইভ। পোস্টারটি আমাদের নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাসেবী ব্লগারদের মাধ্যমে আপাতত রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে প্রকাশ করবো। ঢাকার বাইরের ব্লগারদের আগ্রহের উপর ভিত্তি করে ঢাকার বাইরে ছড়িয়ে দেয়ার চেষ্টা করবো। এর সফলতার উপর নির্ভর করবে পরবর্তী কর্ম।
এটা কি সম্ভব?
হ্যা, সম্ভব!
এতে কি ইভ টিজিং বন্ধ হবে?
না, অনেক বড় সামাজিক আন্দোলনে এটা হবে আমাদের অংশগ্রহন। এই পোস্টার থেকে যদি একজন ব্যক্তিও নিজেকে শুধরে নেয় তবে তাই হবে আমাদের প্রাপ্তি। কারন সেই ব্যক্তি যে কোন এক স্কুলগামী বালিকা বা কোন এক সাধারণ বধু বা কোন অফিসগামী রমনী বা কোন মায়ের অথবা কোন স্কুল শিক্ষকের মৃত্যুর কারণ হতোনা তার নিশ্চয়তা কি?
আমি ব্যক্তিগত ভাবে সামহোয়ারইন কতৃপক্ষকে অনুরোধ করবো বিষয়টিতে অ্যাকটিভ পার্টিসিপেশনের জন্য। যদি কেউ কোন স্পন্সর যোগাড় করতে পারেন তবে আরো বড় পরিসরে আন্দোলন সামনে এগিয়ে নেয়া সম্ভব।
এখন পর্যন্ত পুরো আপডেট :
::: আমরা ১০ হাজার পোস্টার করবো।
::: ৮০ গ্রাম অফসেট কাগজে ১০ হাজার পোস্টারের ব্যয় ২৭,০০০ টাকা।
প্রাথমিকভাবে এ উদ্দেশ্যে এগুনো হচ্ছে এবং পুরো কাজটি করার জন্য প্রয়োজন টীমওয়ার্ক। যা সাজানো হয়েছে এভাবে :
টীম ১
অর্থ সংগ্রহ, প্রচারণা (এই টীম থেকেই কাউকে ব্যাংক একাউন্ট হ্যান্ডেল করতে হবে এবং হিসাব রাখতে হবে।)
টীম ২
প্রেসের সাথে যোগাযোগ ও খবরদারী।
টীম ৩
ডিজাইন/ অলংকরণ... ইত্যাদি
টীম ৪
পোস্টার ছড়িয়ে দেয়া। (এখানে অনেক ভলান্টিয়ার লাগবে)
এখন পর্যন্ত ভলান্টিয়ার এবং ব্যক্তিগত অর্থ যোগানে বেশ সাড়া পড়েছে।
যেভাবে বিষয়টি এতদূর পর্যন্ত গড়ালো :
=>>
ব্লগার আজাদ আল-আমীন এর পোস্টে ব্লগার ফিউশন ফাইভের করা ফান ম্যাগাজিন রস+আলোর রস মলাটকে পোস্টার হিসেবে ব্যবহার করার আইডিয়া দেন ব্লগার কৌশিক ।
=>>
সে আইডিয়া নজরে আসে ব্লগার জীবনানন্দদাশের ছায়ার । তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন। যেখানে ব্লগাররা এ বিষয়ে আলোচনা করেছেন। এবং খুব সুন্দর একটি সফলতার দিকে এগুচ্ছে পুরো বিষয়।
ইভ টিজিং এর মতো বিষয়টি চলমান সমাজের সাথেই মিশে আছে থাকবে। কিন্তু মহামারি রূপ ধারণ করাতেই আমাদেরকে এভাবে মাঠে নামতে হয়েছে। কাউকে কাউকে মাঠে নামতেই হয়। তারপর সৃষ্টি হয় বৃহত সামাজিক আন্দোলন। আশা করি আমরা বৃহত সামাজিক আন্দোলনের দিকেই এগুতে পারবো।
"আসুন একসাথে হাতে হাত রেখে সামাজিক এই দুষ্ট ক্ষতের বিরুদ্ধে রুখে দাঁড়াই।"
এ বিষয়ে যেকোন যোগাযোগ :
rakkhos[এট]yahoo.com (জীবনানন্দদাশের ছায়া)
এ আন্দোলনে সহায়তা করার জন্য টাকা পাঠানোর ঠিকানা :
(১)
HSBC 009-027194-001
MD. SHAHRIAR HASSAN
SWIFT : HSBCBDDH
(২)
MD. SHAHRIAR HASSAN
DBBL Savings
ACC: 163.101.35625
SWIFT: DBBLBDDH
সংযুক্তি :
জীবনানন্দদাশের ছায়া এর পোস্ট
রাতমজুর এর পোস্ট