নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকসুবল (শংকরপুর) গ্রামের ওবায়দুলের মেযে় তাসমিনা।
তাসমিনা আমাদের বাংলাদেশেরই অজ-পাড়া গাঁয়ের একটি মেয়ে, তার কঠিন ইচ্ছা শক্তির কাছে পরাজিত হলো দারিদ্রতা। আসলেই তাই আমরা যে কোন কাজ করতে গেলে ২-১ বার ব্যর্থ হলে সামনে আগানোর ইচ্ছা চলে যায় ভাবি এটা আমাকে দিয়ে হবে না। এই ব্যপারটা যে ভুল তার উৎকৃষ্ট উদাহরন হলো বাচ্চা এই মেয়েটি। ছোটবেলা থেকেই তাসমিনার ঘোড়া ছোটানোর নেশা। প্রতিযোগিতায় খেলার মতো নিজের কোনো ঘোড়া ছিল না। তবু নেশার কারণে যেখানেই ঘোড়দৌড়ের আয়োজন হয়, তাসমিনা বাবার সঙ্গে সেখানেই যায়। অন্যের ঘোড়া জিতিয়ে দেয়। পুরস্কার যা পায়, ঘোড়ার মালিককে দিয়ে দিতে হয়। মেয়ের নেশার কারণে বাবা চুপ থাকতে পারেন না। কোথাও প্রতিযোগিতার কথা শুনলেই মেয়েকে নিয়ে ছোটেন সেখানে এবং ঘোড়ার মালিকের হয়ে খেলে।
বিজয় টেলিভিশনের মাদকবিরোধী অনুষ্ঠানের পরিকল্পক ও উপস্থাপক শহীদুল্লাহ বাগমার প্রান্তিক ধামইরহাট চকময়রাম মডেল উচ্চ বিদ্যালযে়র প্রধান শিক্ষক খেলাল-ই-রাব্বানী’র মাধ্যমে অনুসন্ধান করে দানশীল ব্যক্তি ঢাকার বেইলী রোডের বিশিষ্ট ব্যবসায়ী উলফত কাদেরকে ১টি ঘোড়া দানের জন্য অনুরোধ করেন, এতে নিজ ইচ্ছায় ব্যবসায়ী উলফত কাদের হত দরিদ্র ওই মেযে়টিকে ঘোড়া অনুদানে উৎসাহী হয়ে গত ২০ নভেম্বর ২০১৬ গাজীপুরে অবস্থিত নিজস্ব ঘোড়ার ফার্ম থেকে লক্ষাধিক টাকা মুল্যে ১ টি ঘোড়া অনুদান করেন।
নিভৃত গ্রামের এই বালিকা ঘোড়সওয়ারকে নিয়ে গত বছর প্রথম আলোর পক্ষ থেকে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের সার্বিক তত্ত্বাবধানে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন তানহা জাফরীন। গত ৮ ডিসেম্বর ২০১৬ প্রথম আলোর প্রধান কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে এটি প্রথম প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটি এ পর্যন্ত প্রথম আলোর ফেসবুক পেজে ১৩ লাখ বারের বেশি দেখা হয়েছে। আর ইউটিউবে দেখেছে প্রায় ৬৩ হাজার মানুষ।
চলুন দেখে নিই সেই আসাধারন প্রামান্যচিত্রটি।
অনেকেই হয়তোবা দেখেছেন অথবা জানেন এই বিষয়টি সম্পর্কে তবুও ভাল লাগলো বিষয়টি তাই সকলের সাথে শেয়ার করলাম।
গ্রিসের অলিম্পাস পর্বতমালার পাদদেশে পিরগোস শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিল্ড্রেন অ্যান্ড ইয়াং পিপল’। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অশ্বারোহী তাসমিনা’।
আমরা বাংলাদেশীরা অনেক কিছু পারি এবং আমাদের সুযোগ আছে কিন্তু শুধুমাত্র ইচ্ছা শক্তির অভাবে করি না, এই পোষ্ট তাদেরকে উৎসর্গ করা হলো যারা বার বার পরাজিত হয়েও থেমে যায়নি এগিয়ে চলেছে সফল হয়েছে অথবা এখনো সফল হয়নি।
তাদের জন্য শুভকামনা রইল, এবং তাসমিনার জন্য ও।
সবাইকে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
লেখার সুত্র, তথ্য এবং ছবিঃ জেলা ভিত্তিক পত্রিকা , প্রথম আলো, এবং ইউ টিউব।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩