আমরা দিল্লী এয়ারপোর্ট থেকে বের হয়ে একটু এগুলেই মেট্রো স্টেশন সেখান থেকে টিকেট কাটলাম নয়াদিল্লী ব্যস তারপর মেট্রোতে চেপে বসলাম ৩০ মিনিটের মধ্যেই পৌছে গেলাম পাহারগঞ্জ। আমাদের প্লান আমরা শিমলা মানালী যাবো সুতরাং আমাদের দেশী ভাইয়ের কাছ থেকে প্লান নিলাম, উনি আমাদেরকে মাত্র ৮০০ রুপির মধ্যে দিল্লী টু মানালী যাবার ভলভো বাসের টিকেট কেটে দিলেন সময় বিকেল ৫ টা, আমরা কিছু সময় পেলাম লাঞ্চ সেরে দেশী ভাই তার দোকান বন্ধ করে আমাদেরকে অটোতে করে বাস স্টেশনে গিয়ে বাসে উঠিয়ে দিয়ে আসলো।
এখানেই সেরে নিলাম দুপুরের ভোজঃ
যাক টাইম মতই বাস ছাড়লো বাস অনেক সুন্দর এবং বাসে অধিকাংশই ভিনদেশী লোক জন। সেই রকম রাস্তা যেটা ভারতের সবচেয়ে সুন্দর এবং চওড়া হাইওয়ে নামে পরিচিত, “ Express way" এক্সপ্রেস ওয়ের লিঙ্ক দেখুন
” গাড়ী ১০০-১৫০ স্প্রীডে চলছে বিরামহীন ভাবেই, এই রুটের খুব ভাল একটি দিক হল, প্রতিটি বাসে প্রতিটি সিটের সাথে রয়েছে মোবাইল চারজিং পয়েন্ট সুতরাং সারা রাস্তা মোবাইল টিপাটিপি করতে পারবেন।
রাস্তার দু পাশে রয়েছে অনেক বড় বড় হাইওয়ে রেস্টুরেন্ট যেটাকে তারা ধাবা বলে, আমাদের গাড়ী মহাভারতের সেই ঐতিহাসিক জায়গা কুরুক্ষেত্রের একটা রেস্টুরেন্টে থামল রাত ১০ টা নাগাদ, সেখানেই ডিনার সারলাম।
আমার মনে হয় ফাইভ স্টার ক্যটাগরী টাইপের রেস্টুরেন্ট এটি ভেতরে সেই রকম সুন্দর ডেকোরেশন আবার থাকার ব্যবস্থা ও আছে দেখলাম, যাক বাদ দেন চলুন এবার রাতের খাবার খাই

ডিনার সেরে আবার রওনা এবার একটা শান্তির ঘুম এক ঘুমে ভোর ৫ টা, দেখি ডানে বামে আর ইট পাথরের বাড়ী ঘর নেই চারিদিকে শুধুই সবুজ আর সবুজ বড় বড় পাহাড় আর আমরা আছি অনেক উপরে ডান বামে গভীর খাদ, সকাল সকাল ঘুম থেকে উঠেই গা টা একটু শিউরে উঠলো, কিছুক্ষন পরই দেখলাম ২ পাহাড়ের মাঝখান দিয়ে বিশাল একটা ট্যানেল! আমাদের বাস ট্যানেলের মধ্যখান দিয়ে চল্লো আনুমানিক ২ কিঃমিঃ তো হবেই, কে যেন বাস থেকে বলে উঠলো এটি পৃথিবীর ৩য় দীর্ঘতম ট্যানেল, যাক সেটা হোক বা না হোক আমি খুবই আনন্দ পেলাম।
তখন ও পুরোপুরি আলো ফোটেনি মানালী থেকে ২০-২৫কিঃমিঃ আগেই গাড়ীটা আবার ২য় বিরতি দিল একটা হোটেলের সামনে, যাক সেখানে সবাই চা টা খেতে খেতে আরো ২-৩ টা বাস একত্র হল তারপর সবগুলো বাস একসাথে ছাড়লো, আমাদের দেশে ও আমি খাগড়াছড়ি যাবার সময় এমন দেখেছি কিন্তু সেটা ছিল ডাকাতের ভয়ে কিন্তু এখানে কেন বুঝতে পারলাম না, যাক অবশেষে সকাল ৮ টায় আমরা মানালী বাস স্ট্যান্ডে এসে পৌছালাম।
চলবে >>> আজকেই শেষ করবো।
ধন্যবাদ।
৭ দিনে ভারতের ৩ প্রদেশ ভ্রমণ ( দৌড়ের উপরে ট্যুর ) ৩য় অংশ
ছবি আপলোডের সীমাবদ্ধতার কারনে আরো একটি অংশ করতে হলো।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৫