১। ফুলের নামঃ জানিনা, ফুলের জন্মস্থানঃ ভারতের, মানালীর একটি হোটেলের পিলারের কোনায়, খুবই অবহেলিত ভাবেই বেড়ে উঠা ছেলেবেলা থেকে, মন চাইল তার একটা ছবি তুলে রাখলাম, আর মনে হয় না ওর সাথে কোন দিন দেখা হবে।
২। ফুলের নামঃ জানিনা, ফুলের জন্মস্থানঃ ভারতের মানালীর একটা পাহাড়ের কিনারায়, তার সামনেই বিশাল খাদ দেখলেই ভয় হয়, কিন্তু সে মাথা উচু করে ওখানটায় দাঁড়িয়ে আছে, কেউ তাকে ছুতে পারবেনা শিওর কিন্তু ভয় হয় সে না আবার পড়ে যায়, ঝিরি ঝিরি বাতাস এলেই সে হেলে দুলে উঠে আহা কি সুন্দর লাগে দেখতে।
৩। ফুলের নামঃ সূর্যমুখী । ফুলের জন্মস্থানঃ এটি ও ভারতের মানালীতে, তবে এই ফুল অনেক ভাগ্যবান কারন সে আছে একটি পবিত্র স্থানে মানে একটি মন্দিরের মধ্যে, এখানেই তার বেড়ে ওঠা প্রতিদিন অনেক যত্ন করা হয় তাকে তবে তার খুব ভয় ছোট ছোট দুষ্টু ছেলে মেয়েদের নিয়ে যদি তার ঘাড় মটকে দেয় !
৪। ফুলের নামঃ জানিনা। নিচের সবগুলা ফুল আমার নিজের দেশে, গাজীপুরের একটি পিকনিক স্পটে এরা প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে মিশে নানা রকম খাবারের সুস্বাদু গন্ধ নেয় এবং দেয়, এরা স্পেশাল কেয়ারেই থাকে সবসময় তাদের দেখা শুনা করার জন্য আলাদা লোক ও আছে, এদের ও ভয় ঐ যে দুষ্টু পোলাপাইন।
মূলত সৌখিনতা কে কেন্দ্র করে তোলা হয় ছবি, আর সেই ছবি গুলোকে যখন একটু কাছে থেকে দেখি বিশেষ করে ফুলের ছবি গুলোকে অনেক বেশী ভাল লাগে, ২০১৬ সালে অনেক অনেক ছবি তুলেছি তার মধ্য থেকে আমার কাছে সেরা কিছু ছবি শেয়ার করতে ইচ্ছা হল তাই দিলাম।
আমার আরো ফুল আছে, না দেখলে দেখে আসতে পারেন অবশ্য সেগুলো নেপালী ফুল
আমার তোলা কিছু ছবি - ৩য় খন্ড । নেপালে শীতের ফুলের ছবি
সবাইকে অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬