এমন একটা সময় রোজা শুরু হইছিল যখন অধিকাংশ বাঙ্গালী মুসলমান মনে করেছিল রোজা রাখা এবার বহুত কষ্ট আছে, অতচ আল্লাহর বড় মেহেরবাণী যে এবারের রোযা ভাল আরামে পার করা যইতেছে।
আমাদের প্রিয়/ অপ্রিয় শহর থেকে এখন একে একে বিদায় নিয়ে আমরা যার যার আপন গৃীহে যাইতেছি বাবা-মার কাছে আথবা নিকটাত্মীয়র কাছে, কারন এক সঙ্গে ঈদ করব কিছু দিন হয়ত এই যান্ত্রিক শহরের সব কোলাহল ভূলে কিছুটা সময় কাটবে একান্ত সব প্রিয় লোকজনের সঙ্গে যারা আমার দুঃখে কাতর হয়।
আবার আমার সুঃখে আনন্দ বোধ করেন। দেখা হবে ঐ সব বন্দুদের সঙ্গে যাদের সাথে কথা হয় কিন্তু দেখা হয় না।
সবাইকে.........................

এবার ঈদের দিন থাকবো যশোরে।কোন ব্লগার ভাই থাকলে যোগাযোগ কইরেন পাবলিক লাইব্রেরির সামনে দেখা হবে।
০১৯১৪ ৬৫০৭১১
সবাই দোয়া করবেন সবার জন্য সাথে আমার জন্যও কারন ঠিক মত বড়ি যইতে পারি , আবার ফিরে আসতে পারি ঠিক মত।

এইটা ঈদের দিনের জন্য
এইটা আপনাদের বাড়ির লোকজনের জন্য।

সবাই ভাল থকবেন এই কামনায়, আল্লাহ আমাদের সবাইকে সুস্হ রাখুন।