দেশের রাজনৈতিক, আর্থসামাজিক অবস্থার একটি আশু পরিবর্তন নিয়ে আসার গণমানসিকতা অনেকাংশেই মাথাচারা দিয়ে উঠতে চাউছে আমরা অনেকেই মনে করছি।
কিন্তু এই বিচ্ছিন্ন ধারাগুলোকে সুসংহত করে সঠিকভাবে নিয়ে যেতে পারবে এমন কার উপর আমরা আস্থা রেখে এগুবো??
সামাজিক আন্দোলনগুলোর প্রতি মানুষের আস্থা দেখতে পেয়েছি আমরা ভারতের নির্বাচনে।
এ উপমহাদেশের গণমানসিকতার পরিবর্তন পরস্পরের সাথে অনেকটা একই রকম যদিও আতা নানা ভৌগলিক সীমারেখায় বিচ্ছিন্ন।
এ কথাগুলো সবসময় বলছি কিন্তু পরস্পরের প্রতি অবিশ্বাস, আস্থাহীণতা, এগুনোর পথ নিয়ে মতানৌক্য, নিজেদের সীমাবদ্ধতা প্রভৃতি নিয়ে আমরা পিছিয়ে থাকি।
আর পিছিয়ে থাকা নয়, আমি নেমে পড়লাম।।
আমাদের চলার পথ আমরা নির্বাচন করব পরস্পরের আলোচনায়, সুগণতান্ত্রিক উপায়ে।্যক্তি ইচ্ছা প্রধান নয়, বৃহত্তর স্বার্থে আমরা কাজ করব।
আমাদের সামাজিক আন্দোলনের লক্ষ্য থাকবে গণতন্ত্রের সঠিক রূপটি এ দেশের মানুষের কাছে সুস্পষ্ট করা, তার প্রতি মানুষের আকাঞখা তৈরি করা এবং এর অর্জনে সকলকে বন্ধপরিকর করা।
আরোও কিছু যোগ হতে পারে। আমাদের সামাজিক আন্দোলনের নাম থাকতে পারে। সবুকিছুর সমাধান হবে সবাইকে সাথে নিয়ে।
পরিবর্তনের সাথে চাইছি আপনাদেরকে।।
Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩