একই চিত্র আমরা ভিন্নভাবে দেখতে পারি আমাদের বর্ণান্ধত্তের জন্যে। কিন্তু অনেক সময় আমরা নিজেরাও জানিনা যে আমরা সব কিছুকে তার প্রকৃত বর্ণে দেখি নাকি এতে কোন বিচ্যুতি রয়েছে। এ বিচ্যুতির মাত্রাও আবার সবার ক্ষেত্রে সমান নয়। নিচের বৃত্তগুলো দেখুন;
এই বৃত্তগুলোর প্রত্যেকটিতে একটি করে সংখ্যা রয়েছে। আপনি যদি বর্ণান্ধ হোন তবে সবগুলো সংখ্যা আপনি পড়তে পারবেননা আর অনেকগুলো ভুল পড়বেন।আপনার সমস্যা যদি সবুজ-লাল বর্ণে হয় তবে দেখবেন;
যথাক্রমে; 25 , ---- , --- , 56, --- , ---
আর স্বাভাবিক চোখে দেখবেন;
যথাক্রমে; 25 , 29, 45 , 56, 6 , 8
এবার দেখুন নিচের বর্ণসমাহারটি আপনি কিভাবে দেখছেন;
এবং
যাদের নীল-হলুদে বা তিনটি মৌলিক রং-এ সমস্যা রয়েছে তারা প্রথম বর্ণসমাহারটি দ্বিতীয়টির মতো দেখতে পাবেন।প্রথম বর্ণসমাহারটিতে উপর থেকে নিচের দিকে যেভাবে রংগুলো সাজানো রয়েছে; লাল,কমলা,হলুদ,সবুজ,নীল ও বেগুনী। এবার মিলিয়ে নিন আপনি কী দেখছেন।
এবার দেখুন বর্ণান্ধতার জন্য বাস্তব জগতের যে সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত হতে পারি।প্রথম ছবিটি স্বাভাবিক চোখের জন্যে আর দ্বিতীয়টি দেখতে হতে পারে একজন বর্ণান্ধ ব্যক্তিকে;
বিশেষ দ্রষ্টব্যঃ
মানুষের চোখের ভিতরের রেটিনায় কোনস নামের এক প্রকারের কোষ রয়েছে, এবং কোনস তিন ধরণের। আর এই তিন ধরণের কোনস লাল (R),সবুজ (G) ও নীল (B) -এই তিনটি মৌলিক রং সনাক্ত করতে পারে। চোখের রেটিনায় এই কোনসের ত্রুটিই হলো বর্ণান্ধতার মূল কারণ। কোনো ব্যক্তির সবগুলো কোনসই যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে তিনি সব রংকেই ধুসর দেখেন। বর্ণান্ধতা জন্মগত কিংবা অর্জিতও হতে পারে। জন্মগত বর্ণান্ধতার কারণে লাল ও সবুজ রঙয়েই বেশি সমস্যা হয়, আর অর্জিত বর্ণান্ধতার কারণে নীল ও হলুদ রঙ সনাক্ত করতে সমস্যা হয়।বর্ণান্ধতা এমনই মারাত্মক হতে পারে যে, কোনো ব্যক্তি লাল রঙের রক্ত দেখলেও তা যে রক্ত, তা সনাক্ত করতে পারে না।
বর্ণান্ধতা যদি কৈশরেই নির্ণয় করা যায়, তাহলে অনেক ক্ষেত্রে তা সুস্থ করা সম্ভব হয়। জাপানে প্রাথমিক শিক্ষা গ্রহণের সময় ছাত্রছাত্রীদের বর্ণদৃষ্টি নির্ণয় করা হয়ে থাকে।
একজন ব্যক্তি তিনটি মৌলিক রং এর কয়টি দেখতে অসমর্থ সেই সংখ্যা ভিত্তিতে বর্ণান্ধত্তের প্রকারভেদ এভাবে করা যেতে পারে;
* একবর্ণী অন্ধত্ত,
* দ্বিবর্ণী অন্ধত্ত,
* ত্রিবর্ণী অন্ধত্ত।
রসায়নের বিখ্যাত পারমাণবিক তত্ত্বের জন্মদাতা জন ডাল্টন সবুজ রঙ বুঝতে পারতেন না। তিনিই প্রথম এ বিষয়ে বিজ্ঞানবিত্তিক কারণ ব্যাখ্যায় সচেষ্ট হোন।
(আপনি বর্ণান্ধ্য কি-না-নিশ্চিৎ হতে ৪র্থ মন্তব্যটি অবশ্যই দেখুন।আর উত্তরটা দিন ,দেখা যাক আপনি কতটা শুদ্ধ দেখতে পারেন)
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৬