◄ধাপ ১►
মুখে দাগভর্তি একটি ছবি ফটোশপে ওপেন করুন। কীবোর্ড থেকে ( ctrl+O) চাপুন
দেখতেই পাচ্ছেন স্পট, নয়েজে ভরপুর। নো টেনশন। ফটোশপ আছেতো।
(ctrl+j) চেপে নতুন একটা লেয়ার নিন অথবা ছবির উল্লেখিত স্থানে create new layer অপশনে ক্লিক করে নতুন লেয়ার নিন। লেয়ার প্যালেটে লেয়ার ১ লেখা দেখবেন।
◄◄ধাপ ২►►
Layer 1 এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন। Convert to smart object লেখা দেখবেন। ওটা সিলেক্ট করুন।
◄◄ধাপ ৩►►
মেনু বার থেকে Filter>Blur>Gaussian Blur সিলেক্ট করুন। একটা উইন্ডো আসবে। সেখানে রেডিয়াস ৫.৭ সিলেক্ট করে OK দিন।
◄◄◄ধাপ ৪►►►
খেয়াল করে দেখুন লেয়ার প্যালেটে। Layer 1 এর নিচে Smart Filter নামে একটা সাব লেয়ার আছে। ওইটাতে একবার ক্লিক করুন।
◄ধাপ ৫►
এবার ফোরগ্রাউন্ড কালার ব্লাক সিলেক্ট করুন। টুল অপশন থেকে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে ইমেজে একবার ক্লিক করুন। তাহলে মুখের দাগগুলি দেখতে পাবেন।
◄◄◄ধাপ ৬►►
এবার ফোরগ্রাউন্ড কালার সাদা করে দিন। টুলবক্স থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন। ছবির উপরে রাইট ক্লিক করে ৪১ নম্বর ব্রাশটা সিলেক্ট করুন। Hardness:0 Flow: 36 করে নিন।
এভাবে সেটিং করে নিয়ে মুখের সমস্ত জায়গায় ব্রাশ করুন যতক্ষন পর্যন্ত দাগ উদাও না হইয়া যায়। ব্রাশের ওপাসিটি, ফ্লো এইগুলি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার পছন্দ মত। যা নির্ভর করবে আপনার ইমেজটা কেমন তার উপর। ব্রাশের কাজ শেষ হলে আপনার পছন্দ মত ব্রাইটনেস, কনট্রাস্ট বাড়িয়ে কমিয়ে নিয়ে সেভ করবেন।
সবকিছু ঠিকঠাক মত করতে পারলে ফাইনাল ইমেজটি এমন হবে।
কোন ছবির কি অবস্থা করলেন জানাতে ভুলবেন না। এত কষ্ট করে টিউটোরিয়ালটা বানালাম যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তবে কমেন্ট করতে ভুলবেন না। আপনার কমেন্ট পরবর্তী পোষ্ট করতে উৎসাহ দিবে। ধন্যবাদ। ফেসবুকে আমি
এই পদ্ধতিতে করা আমার আরেকটি ফটো
↓
__________হ্যাপি ফটোশপিং____________