১। Gnomeo & Julite

February 11, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
বছরের প্রথম মুক্তি পাওয়া এ্যানিমেশন মুভি এটি । রোমিও জুলিয়েটের মত এটাতেও গোমিও জুলিয়েট জুটিবদ্ধ হয়ে পর্দায় এসেছেন। মাটির তৈরি পুতুলগুলো গৃহকর্তা বাহিরে গেলে জীবন্ত হয়ে নানা রকম কান্ড ঘটায়। এর মধ্যে পাশাপাশি ২টি বাড়ির মধ্যে দন্দ্ব সংঘাত লেগেই আছে। দুই পরিবারের দুইজনের অসম প্রেমের কাহিনী নিয়ে এই চমৎকার মুভিটি।
২। Rango

March 4, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
চমৎকার হাস্যরস সমৃদ্ধ মুভি। জনি ডেপ এর কন্ঠে এই ছবির মূল চরিত্রকে আসাধারণ লেগেছে।
৩। Mars Needs Moms

March 11, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
সাইন্স ফিকশন ঘরনার মুভি এটি। মাকে উদ্ধার করার জন্য মঙ্গল গ্রহে যায় ছেলেটি, তারপর সেখানে ঘটতে থাকে নানা বিপত্তি। আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে এই মুভিটি।
৪। Rio

April 15, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
অথবা > ডাউনলোড লিংক টরেন্ট
আইজ এজ এর পুরো টিম এবার তৈরি করেছিল এই মুভিটি। তাদের সেই যত্নের ছাপ পাবেন ছবির সর্বত্র। মানুষ ও পাখিদের মধ্যে নানা রকম ঘটনা নিয়ে মজার এই ছবিটি সারা বিশ্বে রাজত্ব করেছে।
৫। Hoodwinked Too Hood Vs Evil

April 29, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
এই ছবিতে লাল বোরখাওয়ালী (রেড হুড) এর কার্যকলাপ দেখে দারুন মজা পেয়েছিলাম

৬। Kung Fu Panda 2

May 26, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
এই মুভি নিয়ে আর কি বলব। এ পর্বে পু এর আসল জন্ম পরিচয় জানা যায়। তবে আমার কাছে ২য় পার্ট থেকে ১ম পার্ট ই অনেক বেশি ভাল লেগেছে।
৭। Cars 2

June 24, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
কারস্ দেখে থাকলে আর নতুন করে বলতে হবে না এই সিরিজের কথা। গাড়ীদের নিয়ে নানা ঘটনা > ফান, প্রতিযোগীতা, এ্যাকশান..এমনকি দুঃখবোধও পরিচালক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
৮। Winnie the Pooh

July 15, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
মজার মজার সব কান্ড দেখে আপনাকে হাসতেই হবে। আইএমডিবি রেটিও ভাল পেয়েছে 7.3
৯। The Smurfs

July 29, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
এ্যানিমেশন আর বাস্তব এর অপূর্ব সমন্বয় ঘটেছে এই মুভিতে। ব্যাফক হাসির ছবি। সাথে এ্যাডভেঞ্চারও আছে। সব মিলিয়ে বেশ ভাল লেগেছিল।
১০। The Adventures of TinTin

October 22, 2011
এই মুভির ভাল প্রিন্ট আসেনি , তাই এখনো দেখা হয় নি। এবং ডাউনলোড লিংকও দেয়া যাচ্ছে না। বাজে প্রিন্ট দেখে মজা পাই না।
১১। Puss In Boots

October 28, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
এই মুভির মূল চরিত্রটি তো আগে থেকেই অনেক জনপ্রিয়। শ্রেক এর মত এবারও সেই জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছে Puss In Boots ছবিতে।
১২। Arthur_Christmas

November 11, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
এই মুভিটি বড়দিন সামনে রেখে রিলিজ হয়। নর্থ পোলে Christmas উপলক্ষে সান্তার ছেলেকে নিয়ে নানা রকম কান্ড-কারখানা দেখে... কিছু কিছু অংশে অনেক হেসেছি।
১৩। Happy Feet Two

November 18, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
পেঙ্গুইনদের নিয়ে এর আগে কোন মুভি দেখিনি। পারিবারিক ঘটনা.... সাথে কিছু কিছু কমেডি মিলে উপভোগ্য ছিল। তবে একবার দেখার পর আর একবার দেখতে কেন জানি ইচ্ছে করে না।
আপডেট : (যে গুলো মিস করেছি)
১৪। Hop

1 April 2011
ডাউনলোড লিংক টরেন্ট
এই মুভিটা দেখে অনেক মজা পাওয়া যাবে আশা রাখছি। আমি এখনও দেখিনি। ডাউনলোড দিয়েছি।
১৫। Alvin and the Chipmunks: Chipwrecked

16 December,2011
এই মুভিটা সম্ভবত বছরের শেষ এ্যানিমেশন মুভি। নেটে এর ভাল প্রিন্ট এখনো আসে নি। আসলে যথাসময়ে লিংক আপডেট করা হবে।
১৬। The Lion of Judah

June 3, 2011
আইএমডিবি'তে এই মুভিটি পেলাম, কিন্তু এর ভাল কোন ডাউনলোড লিংক পেলাম না। পরে আপডেট করা হবে।
১৭। Tekken: Blood Vengeance

July 26, 2011
ডাউনলোড লিংক টরেন্ট
অথবা সরাসরি ডাউনলোড লিংক
এটাও ডাউনলোড দিয়েছি। দেখা যাক কেমন হয়। এ্যাকশান ঘরনার এ্যানিমেশন মুভি এটি।
২০১১ সালে আরো কিছু এ্যনিমেশন মুভি রিলিজ হবার কথা ছিল, কিন্তু কিছু কিছু মুভি নানাবিধ কারণে এ বছর আর রিলিজ হয় নি। আশা রাখি সামনের বছর সেগুলো মুক্তি পাবে।
সবশেয়ে বলা যায় > ২০১১ সালে এ্যানিমেশন মুভিগুলোর দাপটের সাথে রাজত্ব করেছে এবং করছে। প্রায় সারা বছরই ইউকে, ইউএস টপচার্টের অন্যান্য মুভির সাথে পাল্লা দিয়ে চলেছে এইসব এ্যানিমেশন মুভি।
ধন্যবাদ।
(কিছু বাদ থাকলে পোষ্ট আপডেটিত হৈবে)
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৮