মা দিবস উপলক্ষে বাজারে এসেছে দুটি নতুন মিশ্র অ্যালবাম। লেজার ভিশন বের করেছে 'মা' এবং সংগীতা বের করেছে 'মা জননী' নামের অ্যালবামটি।
'পৃথিবীর এক পাশে মাকে রাখি,
অন্য পাশেও মাকে রাখি...'
নগরীর এক বিপণিবিতান থেকে ভেসে আসছিল গানের কথা গুলো। অনেকেই যেতে যেতে আনমনা হয়ে শুনছিলেন। কেউ দাড়িয়ে শুনল পুরো গানটা। জানা গেল মা দিবস উপলক্ষে বের হওয়া 'মা' এর গান এটি।
এই অ্যালবামের সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি কন্ঠও দিয়েছেন আরেফিন রুমী।
মাকে নিয়ে নতুন - পুরোনো মিলিয়ে ১০টি গানসহ অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। মিশ্র অ্যালবামটিতে ঘটেছে নবীন-প্রবীন শিল্পীদের সমন্বয়। সাবীনা ইয়াসমিন, পপগুরু আজম খান, রফিকুল আলম, শাকিল আনামের পাশাপাশি গান গেয়েছেন কণা, অদিত, আরেফিন রুমীও। অ্যালবামে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে গান গেয়েছেন রুমানা ইসলাম ও জুয়েল। গান গুলোর কথা ও সুর আয়োজন করেছেন সত্য সাহা, খান আতাউর রহমান, দূর্বাদল চট্টোপাধ্যায়, আহমেদ ইউসুফ সাবের, আইয়ুব বাচ্চু, বাসু, ইমন সাহা, আরেফিন রুমী প্রমুখ।
'মা জননী' অ্যালবামটি মিশ্র হলেও এর সবগুলো গানের কথা ও সুরের কাজ করেছেন সাজেদ ফাতেমী।
এখানেও আছেন অভিনেতা - ফজলুর রহমান বাবু কন্ঠ দিয়েছেন একটি গানে। অনেক দিন পর দেশে ফিরে এ অ্যালবামে কাজ করলেন তপন চৌধুরী। এ ছাড়াও কন্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, সোনিয়া, সন্দীপন, প্রতীক হাসান ও সাজেদ ফাতেমী।
মা দিবসের এই অ্যালবাম দুটি শুনে দেখতে পারেন , আশা করি ভাল লাগবে।
ধন্যবাদ।
(সরাসরি ৭ই মে প্রথম আলো থেকে নেওয়া)
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ২:০৫