আজকের খেলার আন সাঙ হিরো, যার কথা কেউ বলছেনা, ম্যাশ কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। নাজিমুদ্দিন এর বল ক্ষেপন আর নাসিরের প্রথমে হাল ধরে পরে ছেড়ে দেয়ার পর, সাকিব/তামিমের চেষ্টার পরও প্রায় ডুবন্ত তরীটাকে ম্যাশই টেনে তুলে একটা ঝড়ো ইনিংস খেলে।
কিছু পর্যবেক্ষণ:
- মিরপুরের ফ্ল্যাট উইকেটে ব্যাটসম্যানদের পার্ফমেন্স দিয়ে বিশ্বমান যাচাই করা যাবেনা। আজকের সুইং উইকেটেও সেই তামিম, সাকিব ছাড়া আর কেউ স্বাচ্ছন্দ্য বোধ করেনি। তাই কয়েকজন ক্লাস প্লেয়ারের যে আত্ম তুষ্টিতে আমরা বর্তমানে ভুগছি, সেটাতে ভোগার কোন কারন নাই।
- আমার মতে বাংলাদেশ এখনও দুইজন কোয়ালিটি ব্যাটসম্যান এর উপর নির্ভরশীল। আরও কোয়ালিটি ব্যাটসম্যান চাই যারা সুইংয়ে আরও রিফ্লেক্সিভ হবে।এমনকি মুশিও ফ্ল্যাট উইকেটের ব্যাটসম্যান।
- ফিল্ডিং ও বোলিংয়ে ১০০/১০০।জান লাগায় খেলছে বাঘারা।
- স্বদেশী ক্রিকেটের উন্নয়নে আরও স্পোর্টিং উইকেট তৈরী করতে হবে।
- সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের ব্যাপারে আরও প্রফেশনালিজম ডেভলপ করতে হবে।শাহাদাত যেখানে ৮ ওভারে কোন উকেট ছাড়াই ৪৪ রান দিয়েছে, সেখানে ৫০ তম ওভার ওকে দেয়াটা একটা আনপ্রফেশনাল সিদ্ধান্ত। ও মার খেয়েছে এটা ওর দোষ না, এটা ক্যাপ্টেনের সিদ্ধান্তের দোষ।
- ৫০ করার পর ''কাজ শেষ' জাতীয় মানষিকতা থেকে বেরিয়ে ৫০ কে ১০০ করার মানষিকতা তৈরী করতে হবে।
- কান্না কাটি বাদ দিতে হবে। এটা স্কুল স্পোর্টস না।আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই আমরা হার-জিত দুটোই সহজ ভাবে নিতে পারি।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১২ রাত ১২:৪৬