তুমি আর আমি
দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে,
নেই কোন লোভ চুম্বনের ,
ছোঁয়ারও কোন প্রয়োজন নেই
অথচ প্রতিটি নিঃশ্বাসে কেবলি তুমি।
তোমার হাসি সুবাসিত নয়,
কিন্তু সে আমায় মাতাল করে
যেন তরংগ বিহীন কোন সুর বাজে
মন্থর বাতাসে, রাতের নিস্তব্ধতায়।
তোমার স্পর্শ পাই না,
তবুও অনুভব করি
তোমার অপ্রকাশিত ভাবনা গুলো
পৌঁছে যায় হৃদয়ের গভীরে।
ভালোবাসা,
যা শরীর ছুঁয়েও ছোঁয় না,
যার চাহনিতে বলে হাজার কথা
কিংবা রয়ে যায় দূরত্বে মোড়ানো
অন্তরঙ্গ নির্লিপ্ততায়।
হ্যাঁ, তেমনই এক ভালোবাসা
যেখানে আমি তোমায় ভালোবাসি
তোমার অজান্তেই।
আর তুমি?
হয়তো ঠিক ততটুকুই,
যতটুকু হলে ভাঙে না কোন স্বপ্ন
আর গড়েও উঠে না কোনো দাবি।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ২:২৩