শুধু ভালোবাসি বলাটাই ভালোবাসা নয়-
এই সহজ কথাটা কেন যে তুমি বুঝতে চাও না!
বার বার কেন মনের দোহাই দাও বলো তো?
মন দিয়ে তো অনেকেই ভালোবাসে,
ভালোবেসে সব যে উজার করে দিতে পারে
আমার কাছে তাকেই মনে হয় প্রেয়সী।
শুধু নিয়মিত খুঁটিনাটি খোঁজখবর নিয়ে
আর ঈশ্বরের কাছে কল্যাণ কামনা করে
কিছুতেই তুমি প্রমাণ করতে পারবে না
তোমার ভালোবাসার প্রকৃত গভীরতা।
আমি তোমার চুল ভালোবাসি, চোখ ভালোবাসি,
ঠোঁট ভালোবাসি, সব ভালোবাসি। বাসি না?
এগুলো থেকে আমাকে দূরে রেখে শুধুমাত্র
"হৃদয়" নামের অদৃশ্য অঙ্গটার দোহাই দিয়ে
আমার ভালোবাসাকে অবরুদ্ধ করে রেখে
"তোমার জন্য মরতেও পারি"- বলো কি করে?
আমার প্রতি কি তোমার একটুও বিশ্বাস নেই?
যদি একবারের জন্যেও তোমার মনে হয়ে থাকে
আমি তোমাকে সত্যিই কখনো ভালোবেসেছি,
তাহলে চলো আমাদের এই শুদ্ধ, পবিত্র
"অপরিপক্ব" ভালোবাসাকে "পরিপক্ব" করি।
[পুনশ্চঃ অবশেষে মেয়েটি ছেলেটির কাছে তার ভালোবাসার গভীরতা প্রমাণ করেছে এবং এই ভালোবাসা দিবসেই তাদের ভালোবাসা "পরিপক্বতা" লাভ করেছে।]
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭