নকল প্রেমিক আমি! হয়তো প্রেমিকই না।
আজ আর স্বীকার করতে কোন আপত্তি নেই।
ধার করা কবিতার ছন্দে আলোড়িত করতে চেয়েছি বার বার তোমার মনের অন্দরমহল।
আমি সফল ছিলাম প্রতারণায়।
আবেগ নিয়ে খেলায় ছিলাম অপরাজেয়!
তোমার পরিচয় ছিল না জীবনানন্দ দাস, সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা মহাদেব সাহার কবিতার সাথে।
তোমার চোখে আমিই ছিলাম একমাত্র, যে কবিতার মত করে ভালোবাসার কথা বলতে পারে।
আমি "ফিরে এসো হৃদয়ে আমার" বলতেই
তুমি জাপটে ধরতে আমাকে।
আমার হৃদস্পন্দনের ছন্দে কোন পরিবর্তন পেতে কিনা, জানি না আমি। পাওয়ার কথা না!
"বিশ্ব সংসার তন্য তন্য করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম.... " বলতেই
তোমার চোখ অশ্রুসিক্ত হতো কেন জানি না।
আমি মুচকি হাসতাম মনে মনে!
"তোমাকে ভিজিয়ে দেওয়ার জন্য হাজার বছর ধরে আমি মেঘ হয়েছি সমুদ্রে..."
ততক্ষণে তোমার দুচোখ ঝর্ণা হয়েছে আবেগে!
সে ঝর্ণায় স্নান করেও আমার কঠিন হৃদয় ভেজেনি তখন!
তুমি একটু বেশিই আবেগপ্রবণ ছিলে।
তাই সব আবেগকেই আমার আবেগ ভাবতে!
আর আমি কবিদের থেকে আবেগ ধার করে তোমাকে আবেগাপ্লুত করতাম!
তুমি থাকতে আমার কখনো আবেগ ছিল না।
এখন আছে! আজকাল আমি মাঝে মাঝেই আবেগপ্রবণ হয়ে যাই!
আর কবিতার বইগুলো আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে!
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০