তোমার আকাশনীল চোখের গভীরে
আমি সরাসরি তাকাতে সাহস করিনি কখনো;
যদি ডুবে যাই ওই মায়ার সাগরে!
জানি না, ডুবেছি না ভেসে আছি এখনো।
তোমার খোলা হাওয়ায় উড়তে থাকা চুলের ভাজে
হঠাৎ করে হাত দেইনি অচিন ভয়ে।
কিংবা কোন নাম না জানা ভীষণ লাজে,
ইচ্ছেগুলো পায়নি প্রকাশ দস্যি হয়ে।
তোমার সদ্য ফোটা পদ্ম হাসির অন্তরালে
হৃদয় আমার পথ হারাবে জানি।
আটকে যাবে তোমার ঠোঁটের মন্ত্রজালে,
চোখ দুটো মোর তাই ফিরিয়ে আনি।
তোমার পুতুল পুতুল হাতটা নিয়ে হাতে,
হয়নি বলা একটু কথা নিরিবিলি বসে।
মনের কথা নিজেই বলি নিজের মনের সাথে,
বোকার মত মাঝে মাঝে একলা উঠি হেসে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ সকাল ১০:২৮