সে অনেক অনেক দিন আগের কথা। এই মহাবিশ্বই তখনও তৈরী হয়নি। না ছিলো শব্দ, না ছিলো নিরবতা। আলো তো ছিলোইনা, ছিলোনা কোন অন্ধকারও। দিন-রাতের কোনো বালাই ছিলোনা। ছিলো শুধু অসীম শূণ্যতা, যার নাম গিনুনগা গ্যাপ। আর সেই শুণ্যতার দুই পার্শ্বে দুই রাজ্য। উত্তরে ছিলো বরফের রাজ্য নিফেলহাইম, আর দক্ষিণে ছিলো আগুনের রাজ্য মুসফেলহাইম।আগুনের রাজ্য মুসফেলহাইমে একসময়ে জন্ম নেয় এক অগ্নিদানব সার্ট। সার্ট এর পুরো শরীর আগুনরে তৈরী। এক বিশাল আগুনের তরবারী হাতে সে গর্জন করে চলেছে।
গিনুনগা গ্যাপ এর একেবারে উত্তরে ছিলো বরফের রাজ্য নিফেলহাইম। তুষার ঘেরা নিফেলহাইমে ছিলো বিশাল বিশাল বরফের পাহাড়, আর সেই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যেত নদী। নদীর পানির স্রোত বয়ে চলে নিফেলহাইমের সীমানা পেরিয়ে, গিনুনগা গ্যাপ এর দিকে। একসময় নিফেলহাইমের বরফ অার মুসফেলহাইমের আগুন কাছাকাছি চলে আসে। প্রচন্ড তাপে বরফ গলে পানিতে পরিনত হয়, আর সেই পানি পরিনত হয় বাষ্পে। বাষ্প ছেয়ে ফেলে চারপাশ। একসময় ঘনীভূত বাষ্প বৃষ্টি হয়ে ঝরে পরে নিচে। সেই বৃষ্টি জমে তৈরী হয় এক দানবীয় আকৃতি। জন্ম নেয় বরফ দানব ইমির। শুধু যে দানব ইমির একাই জন্মেছিলো সেসময়, তা কিন্তু নয়। আরও এক দানব জন্মেছিলো, তার নাম আধুম্বলা।
আধুম্বলা দেখতে ছিলো অবিকল গরুর মতো। কিন্তু তখনতো ঘাস কিংবা লতা-পাতা কিছুই জন্মায়নি। আধুম্বলা বেচে ছিলো বরফ চেটে খেয়ে। আর ইমির পান করতো আধুম্বলার স্তন। অাধুম্বলা বরফ চেটে খাওয়ার সময়, বরফ থেকে একদিন বেরিয়ে আসলো এক অবয়ব। তার নাম বুরি, প্রথম দেবতা। ওদিকে ইমিরের বাহুর নিচে থেকে জন্ম নিলো দুই দানব আর দানবী। বুরি আর এক দানবীর মিলনে জন্ম নিলো আরেক দেবতা, তার নাম ছিলো বোর। বোর এর ছিলো তিন সন্তান- ভি, ভিলি আর ওডিন।
হঠাৎ একদিন ওডিন ও তার দুই ভাই মিলে খুন করে বসলো ইমিরকে। বরফ দানব ইমির এর বিশাল মৃতদেহ স্থাপন করা হলো গিনুনগা গ্যাপ এ। তার মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পরলো সবখানে।মৃত ইমিরের রক্তে ভেসে গেলো চারপাশ, সেটাই আজকের দিনের নদী অার সমুদ্র। ইমির এর হাড় ও দাত থেকে তৈরী হলো, পাহাড়-পর্বত, চুল থেকে জন্ম নিলো গাছ-গাছালি। মেঘ তৈরী হলো ইমিরের মস্তিস্ক থেকে। আমরা আজকে যে আকাশ দেখি, সেটা আর কিছুই নয়, ইমিরের খুলি। চারটা বামন খুলিটার চার কোনায় ধরে দাড়িয়ে আছে। মৃত ইমিরের রক্তে ভেসে গেলো চারপাশ, সেটাই আজকের দিনের নদী অার সমুদ্র।
সেই রক্ত সমুদ্রে ভাসতে ভাসতে, ওডিন একটি গাছের গুড়ি ভেসে আসতে দেখতে পেলো। সেই গাছরে গুড়ি থেকেই ওডিন তৈরী করলো প্রথম মানব-মানবী 'আস্ক' ও 'এম্বেলা'। ওডিন জানতেন, বরফ দানবরা মানুষের ক্ষতি করতে পারে। তাই তিনি ইমির এর ভ্রু দিয়ে ঘেরা মিডগার্ড নামে এক রাজ্য তৈরী করলেন। আর সেটাকে স্থাপন করলেন গিনুনগা গ্যাপ এ, বরফ দানবের রাজ্য আর দেবতাদের রাজ্যের মাঝখানে।
অনেক অনেক দিন পরে, আগুন দানব সার্ট হয়তো তার ভয়ংকর তরবারী হাতে বেরিয়ে আসবে তার রাজ্য মুসফেলহাইম থেকে। ধ্বংস করে ফেলবে সবকিছুকে। সেইদিন না আসা পর্যন্ত এই মহাবিশ্ব নিরাপদ!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪