গত রাত ৩টায় ইমন জুবায়ের আমাদের ছেড়ে চলে গেছেন।
মাত্র ৪৭-৪৮ বছরেই জীবনসান ঘটল এই চিন্তাশীল মানুষটির
৪ বছর তিন মাসে যার পোস্ট সংখ্যা ঠিক ১৫০০। পঠিত প্রায় ৭ লক্ষবার ।
তার সাথে আমার পরিচয় প্রায় দশ বছর আগে। বই নিয়ে মেতে থাকা এই অন্তর্মুখী মানুষটির সাথে এরপর মাঝে মাঝেই আলাপ হত। অল্প সময়ের এই আলাপেই উঠে আসত নানা অধ্যায়।
কিন্তু ২০০৮ এ নেট নেবার পর থেকে তার চিন্তাধারা বাইরের জগতের কাছে প্রকাশ শুরু। সামুর সাথে তার মাধ্যমেই আমার পরিচয়।
ইদানিং দেখা হত খুব কমই। শেষ আমার ব্লগে ঢু মেরেছিলেন এই পোস্টে জীবনের উদ্দেশ্য
নিজের জগত নিয়েই পড়ে থাকতেন এই মানুষটি। আমার সাথে চিন্তাধারার অনেকটাই পার্থক্য ছিল। এর পরও ছিলেন আমার একজন ভাল বন্ধু।
ডায়াবেটিস ছিল,সিগারেটও খেতেন কম নয়। ধূম করেই চলে গেলেন কাল রাতে প্রায় সবার অগোচরে।
(দূরে আছি। খবরটা শুনে মোবাইল দিয়েই পোস্ট দিলাম সবাইকে জানাবার জন্য।)