আমি জানতে চাই আমার মৃত্যুর পর-
তুমি কি গৃহত্যাগী হবে?
একাকী এক মুঠো জোছনার স্নানে মত্ত হবে?
নাকি ভাববে, " ও আসবে কবে?"
চাঁদের একফালি কলঙ্কে নেবে খুঁজে আমাকে?
আমি জানতে চাই।
আমি জানতে চাই সেই কুয়াশামোড়া ভোরে-
বাহুডোরে আলতো চাদরে, কোন এক পুকুরপাড়ে;
স্মৃতি রোমন্থনে স্বাদ নেবে আমার ঊষ্ণতার?
আমি জানতে চাই।
আমি জানতে চাই।
আমি জানতে চাই যদি কখনো ফাগুনের দমকা হাওয়ায়,
ফিরে আসে সেই চেনা গন্ধ, শিহরিত দোদুল্য ছন্দ,
তখনো কি আধবোজা চোখে অনুভব করবে আমায়?
আমি জানতে চাই৷
হয়তো জানা হবে না।