somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শূন্যতা

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৪

ঘিরে ধরে আমায় এক অসীম শূন্যতা,
ভাবি তুমি আসবে বা আসবে না।
এই নীরব রাত্রির অপেক্ষার সীমানায়,
তোমার প্রতিধ্বনি শুনি বারবার, তবু তুমি আসবে না।

একা এই পথে হাঁটি, যেথায় তোমার পায়ের ছাপ,
মনে এখনও বেজে ওঠে তোমার হাসির শব্দ।
তবু এই শূন্যতা ভরে ওঠে না,
প্রতিটি মুহূর্তে তোমার অভাব আরও বেশি টের পাই।

চাঁদের আলোয় আমি খুঁজি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

কৈফিয়ত

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৩

আমি জানতে চাই আমার মৃত্যুর পর-
তুমি কি গৃহত্যাগী হবে?
একাকী এক মুঠো জোছনার স্নানে মত্ত হবে?
নাকি ভাববে, " ও আসবে কবে?"
চাঁদের একফালি কলঙ্কে নেবে খুঁজে আমাকে?
আমি জানতে চাই।

আমি জানতে চাই সেই কুয়াশামোড়া ভোরে-
বাহুডোরে আলতো চাদরে, কোন এক পুকুরপাড়ে;
স্মৃতি রোমন্থনে স্বাদ নেবে আমার ঊষ্ণতার?
আমি জানতে চাই।

আমি জানতে চাই।

আমি জানতে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২২৯ বার পঠিত     like!

অভিলাষ

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ২:২৯

আমি ঠিক তোমাকে আর জ্বালাবো না।
গোধুলীর বর্ষনে ধরব না কোনো বায়না-
বলবনা,'' চল, ঐ ঝুম বৃষ্টিতে কাকভেজা হই"।
আবেগ-অনুভূতি-সময়ের মূল্য না হয় চাইবো না,
ঊষ্ণ ঠোঁট জোড়ায় আদর না হয় করবো না,
ইচ্ছা আর স্বপ্নের ইশতেহার? সেটা না হয় তোলাই থাক। কি বল?

এবার না হয় রিহ্যাবে যাবো -
আকন্ঠ নিমজ্জিত প্রেমের মাদকতা ছাড়াতে।
শৃংখলে তো হাত-পা-শরীর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

মোহ

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

পুত্রের শব কাঁধে পিতার ক্রন্দনধ্বনি -
প্রতিধ্বনিত হয়, ছদ্মবেশী প্রেমিকার মায়াজালে -
আটকে থাকা প্রেমিকের মনে।
আজন্ম লালিত স্বপ্নগুলো পায় মৃত্যুর হাতছানি,
কেঁটে যায় মোহ মিথ্যে অধিকারের,
দু'টাকার বিনিময়ে নির্মিত হয় একটি ভালোবাসার কাব্য,
আর ঊড়ে সুখের ফানুশ!
অবৈধ ভালোবাসার বেওয়ারিশ পরিণতিটা পায় স্থান ডাস্টবিনে,
অর্ধমৃত আত্মার অভিশাপে বৃষ্টি নামে নগরীতে,
বিষবাষ্পে প্রোথিত শিশুটি খোঁজে ফেরে আপন পরিচয়! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

শেষ নিঃশ্বাস

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৩৪

জীবনের প্রতিটি আর্তনাদ প্রতিধ্বনিত হয়-
হৃদপিন্ডের দেয়ালে দেয়ালে,
ফুসফুস অগ্রাহ্য করে যায় নিকোটিনের আবেদন!
মনের কোণে আর দোল... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৪৩ বার পঠিত     like!

দীর্ঘশ্বাস

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৬

কিছু সময় আজ বাঁধা পড়ে যাক শেকলে,
চাঁদটা প্রেমিকার মুখের প্রতিচ্ছবি হয়ে-
দীর্ঘশ্বাস ফেলুক লেকের জলে,
কিছু স্বপ্নেরা নাহয় আত্মাহুতি দিক অনলে!
কিছু স্মৃতির পোড়া গন্ধ ভেসে বেড়াক বাতাসে,
অবৈধ ভালোবাসা আর নাইবা পাক ছাড়পত্র!

প্রেয়সীর ভালোবাসা আজ ঠাঁই পাক আস্তাকুড়ে,
গণিকার অভিশাপ প্রকম্পিত হোক রাজপথজুড়ে,
জীবনের সলতেটা হয়ে গেছে নিভু নিভু,
ভালোবাসা, তুমি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

ইচ্ছে দ্বিতীয় পত্র

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৯

চাইনি আমি প্রেমের পালক পরাতে তোমায়,
চাইনি আমি খুব করে ভালোবাসো আমায়,
চেয়েছিলাম চাঁদের আলোর জোয়ারে,
রচনা করব দুজনে ভালোবাসার নীলকাব্য!

চাইনি তোমার চোখের কাজলে খুঁজতে মায়া,
চাইনি বিভোর হতে কাকঁনের শব্দে,
চেয়েছিলাম একটুখানি ঊষ্ণতা-
হয়তো শীতের রাতে নয়তো আলিঙ্গনে!

চাইনি এতোটা অবহেলাপূর্ণ প্রত্যাখ্যান,
চাইনি শিউলিমালায় বেঁধে রাখো-
... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

চিঠি

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৫

তোমার প্রত্যাবর্তনের আশায় বিবস ছিলাম,
আজ কেটে গেছে নেশা,
পথ একা চলতে শিখে গেছি আমি।
অভ্যস্ততা গ্রাস করেছে আমায়,
তবুও কখনো ভুলে যাই-
তোমার আকাশ আজ আমার নয়!
মতিভ্রমে ভুলে যাই-তুমিও আমার নও!
কখনোবা ভুলে যাই,আমার বাগানের ফুল নও তুমি,
তুমি যে বনফুল!
হৃদয়ের ক্যানভাসে আঁকা প্রথম ভুল!
প্রয়োজন ফুরিয়েছিলো আমার,
লাল দাগে কেঁটে দিয়েছিলে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

ইচ্ছে

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৬

কষ্ট পাই না আর,
স্মৃতিগুলোকে রোমন্থন করতে চাই না আর!
ভেসে যেতে পারব না আর-
মিথ্যে বোধ কিংবা প্রতিশ্রুতির সাগরে!
ছোট্টছোট্ট স্মৃতিগুলো কাদাঁয় না আর,
ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হবার ইচ্ছেটা জাগে না আর!
মৃত ইচ্ছেগুলো আর চায় না ফিরে পেতে প্রান,
গিটারের কর্ডে মরচে ধরেছে,গাইতে চায় না গান!
নিষ্প্রান বিকেলগুলো নতুনত্ব খুজঁতে শশব্যস্ত হয় না আর!... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯৩ বার পঠিত     like!

ক্ষত

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

সেই অনুভূতিগুলো,
আচমকা পোড়ায় আমায়!
তোমাকেও পোড়ায়?
তীব্র শীতের রাতে-
আমার কথা বলার আকুলতা,
আর আমার অসুখ নিয়ে তোমার ব্যাকুলতা!
কথার মাঝে প্রকাশ পাওয়া কাপুঁনি,
তোমার মৃদু বকুনি!
পোড়ায় আমায় স্মৃতিগুলো!
পোড়ায় আমায় অনুভূতিগুলো!

সোডিয়ামের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

আকাঙ্খা

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ২:৫২

প্রত্যাখ্যাত আমি,
তবু কেন বারবার,
ফিরে যেতে চাই-
তোমার কাছে!
তীব্র আকাঙ্খাগুলো,
ডিঙি নৌকোর মত-
ভাসিয়ে দিয়েছি জলে!... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

অমৃত

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১:০৬

মনে পরে তোর সেদিনের রাতের কথা?
ঊষ্ণ আলিঙ্গনে জরিয়ে ধরেছিলিস আমায়!
বলেছিলাম আমি, ''মানসী! বাঁধ ভাঙিস না আমার! জোয়ারে যে ভেসে যাবি!''
বলেছিলিস তুই, '' তোর চুমুর স্বাদ যে-
... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     like!

অবসর

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৫৬

কোন এক বিষন্ন বর্ষার দিনে,
তুমি আর আমি বসেছিলাম-
দূরত্বে।
এটা কি মনের দূরত্ব ছিলো?
নাকি আপেক্ষিক?
হয়তোবা আমার বোঝার ভুল।

মনে পড়ে যায়-
... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!

মৃত্যু

লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য্য, ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:০৬

ঘোলাটে কাঁচের ফাকেঁ দেখেছিলাম-
তোমার চলে যাওয়া।
তখন ঝুম বৃষ্টি হচ্ছিলো,
বৃষ্টির জল আর আমার চোখের জল-
হয়তো মিশে একাকার হয়ে,
চাপা পরে গিয়েছিলো-
তোমার নীরব অভিমানে।
তুমিও কি কেঁদেছিলে?
নাকি উপভোগ করেছিলে প্রকৃতির কান্না?
প্রতিটি কণা,এক... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২১৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২২৭৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ