জীবনের প্রতিটি আর্তনাদ প্রতিধ্বনিত হয়-
হৃদপিন্ডের দেয়ালে দেয়ালে,
ফুসফুস অগ্রাহ্য করে যায় নিকোটিনের আবেদন!
মনের কোণে আর দোল খায় না স্মৃতিগুলো,
জাপটে ধরেছে শূণ্যতা জোঁকের মতন!
ঈর্ষায় পোড়তে চায় মন আজ জোড়া শালিকের ভালোবাসায়,
উপহাস করে যায় সময় নিশ্চুপ প্রহারে!
অপ্রাপ্তিগুলো যেন মুচকি হাসে হিসেবের খেরোখাতায়,
মৃত স্বপ্নের বেড়াজালে বন্দী আমার পৃথিবী -
খোঁজে ফেরে আরো একটি নতুন নিঃশ্বাস!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৩৪