চাইনি আমি প্রেমের পালক পরাতে তোমায়,
চাইনি আমি খুব করে ভালোবাসো আমায়,
চেয়েছিলাম চাঁদের আলোর জোয়ারে,
রচনা করব দুজনে ভালোবাসার নীলকাব্য!
চাইনি তোমার চোখের কাজলে খুঁজতে মায়া,
চাইনি বিভোর হতে কাকঁনের শব্দে,
চেয়েছিলাম একটুখানি ঊষ্ণতা-
হয়তো শীতের রাতে নয়তো আলিঙ্গনে!
চাইনি এতোটা অবহেলাপূর্ণ প্রত্যাখ্যান,
চাইনি শিউলিমালায় বেঁধে রাখো-
আমার জন্যে সময়!
চাইনি গড়তে প্রেমের তাজমহল,
চেয়েছিলাম ফিরে যাব আশির দশকে,
আপগ্রেডেড না হয়ে হব ব্যাকডেটেড!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৩