ঘোলাটে কাঁচের ফাকেঁ দেখেছিলাম-
তোমার চলে যাওয়া।
তখন ঝুম বৃষ্টি হচ্ছিলো,
বৃষ্টির জল আর আমার চোখের জল-
হয়তো মিশে একাকার হয়ে,
চাপা পরে গিয়েছিলো-
তোমার নীরব অভিমানে।
তুমিও কি কেঁদেছিলে?
নাকি উপভোগ করেছিলে প্রকৃতির কান্না?
প্রতিটি কণা,এক লহরী তৈরী করছিলো-
আমার হৃদয়ে!
ভেসে আসছিলো প্রতিটি বিকেল, প্রতিটি সন্ধ্যার,
প্রতিটি গোধুলী লগ্নের স্মৃতি!
পেরেছিলাম কি আমি-
তোমাকে ভালবাসতে?
নাকি বোঝাতেই ব্যর্থ হয়েছি?
সুখের স্বপনে ভেসেছি মিছেমিছি!
বলেছিলাম ইট পাথর না হোক,
খড়কুটো দিয়ে বাধঁবো সুখের ঘর!
স্বপ্নগুলো আজ বিবর্ণ,
ভালবাসাটাও সাদাকালো!
বৃষ্টি ফোঁটার সাথে পদপৃষ্ট হয়ে-
তিলেতিলে ঘটছে মৃত্যু আমার -
জীবনের,স্বপনের!
কারো মৃত্যু আমি দেখিনি,
দেখেছি একটি ভালবাসার অপমৃত্যু!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:১৫