১।
ভালোবাসার নীরুদ্দেশ যাত্রা ঘটেছে,
এখানে আজ শুধুই ত্রুটি খুঁজে ফেরা,
সুযোগ পেলেই টুটি চেপে ধরা।
তেল এর দাম বড় বেশি,
রাস্তায় নামলেই ঘসা লাগে, রং ওঠে,
গাড়িটা গেরেজেই ভালো থাক।
ভালোবাসা চলে গেছে কবিতায়, বই এর পাতায়,
এখানে শুধুই খট খটে রোদ, ঘেমে ভিজে হেঁটে যায়।
২। ফেরার.........
পরানে জল বাইন্ধা সেই যে ভাসান দিছি,
বাইতে বাইতে ক্লান্তি যেন হাজার সমুদ্দুর,
রাইত আসে, দিন আসে চিলের ডানায় ভোর
নোনা জলে ক্ষয়া ক্ষয়া জীর্ন গা পাঁজর।
কুল পাইনা তার, কিনার দেখিনা আর।
নোঙর হাইসা কয়,
তরে আমি কেমনে বুঝাই মাঝি,
ডাঙা আর জল, সেতো আলাগ হবার নয়।
৩।....
সাঁঝ বাতি জলে ওঠে, তবুও সে খোলা রাখে
দখিনের জানালাটারে
সান্ধ-বাতাস শূঁকে, কান পেতে শুনে থাকে
হারাতে দেবেনা তারে জেনে।
সে পিয়াতো চলে গেছে অবহেলা বুঝে
খুঁজে নিয়ে কোনো এক বহুগামি ভোর,
রোদ যদি আসে পরে, ঘাসের পাতার ভাজে
শিশিরের চোখে জাগে হারানোর ঘোর।
জানলার ওপাশেতে সাঁঝ বাতি জ্বলে থাকে
চোখে থাকে সুদুরের শেষ মোড় জানি।
বাতাসে কিসের ধ্বনি , কার যেন আগমনী,
হেসে ওঠে জানলার ছোটো মুখখানি।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১১ ভোর ৫:৩০