খাওয়া নিয়ে কমবেশি সব বাচ্চারাই ঝামেলা করে । খাওয়া নিয়ে নাস্তানাবুদ হতে হয়নি - এমন মা মনে হয় পাওয়া ভাগ্যের ব্যাপার ।
আমার ৩ বছরের ছেলেটাও এই দলের বাইরে না । দুনিয়ার যতো অখাদ্য জিনিষ সে খেতে রাজী আছে শুধু - যেগুলো খাওয়া দরকার সেগুলো বাদে । যেমন - দুধ, ডিম , ফলমূল , সব্জী , ভাত, বাসায় বানানো ফলের জ্যুস - এরকমের সব খাবার তার দুই চোখের বিষ ।
খেতে বসলেই যতো সব কাহিনী শুরু করে দেয় - টিভি দাও, মুভি দাও, কার্টুন দাও, গাড়ী দাও, ঠাণ্ডা লাগছে খাবোনা, বৃষ্টি হচ্ছে খাবোনা , ঘুম আসছে খাবোনা , বাবা না আসলে খাবোনা , ব্যাটম্যান কে ডাকো , আইরন ম্যান কই , স্পাইডার ম্যান পড়ে গেলো কেন খাবো না - ইত্যাদি ইত্যাদি আরও হাজার রকমের বাহানা । ছেলেকে খাওয়াতে বসলে আশে পাশে রীতিমতো একটা স্টোররুম হয়ে যায় - কারন ওর সব জিনিষ হাতের কাছে রেডি রাখতে হয় - আর যদি কিছু চেয়ে না পায় - ব্যাস খাওয়া লাটে উঠবে । এভাবেই চলছে
কিছুদিন ধরে আমার সাথে ছেলে পেরে উঠছিলো না । ও একটা বুদ্ধি করলে আমিও কাউন্টার একটা উপায় বের করে রাখি । তাই কয়েকদিন ধরে ছেলে নতুন বুদ্ধি বের করেছে সেটা হলো - " মা - পেটে ব্যাথা, খাবোনা" । আমিও সাথে সাথে বলি " তাই নাকি ? ওকে তাহলে ওষুধ দিচ্ছি - এটা খাও " ছেলেতো মহা ফাঁপরে পড়ে গেসে
গতকাল আমার প্রতিবেশী আসলো - তার সাথে অনেকক্ষন বসে কথা বার্তা বলছিলাম । আমার ছেলে আর তার মেয়ে পাশেই খেলছিলো । বলে রাখি উনি প্রেগন্যান্ট । এটা নিয়ে কথা হচ্ছিলো - যে প্রেগন্যান্ট হলে একদম খেতে ইচ্ছা করেনা । আমি ওনাকে বললাম " খেতে ইচ্ছা না করলে খেয়ো না । জোরাজুরির দরকার নাই । ক্ষিদা লাগলে খেলেই হবে " ।
আজকে একটু আগেই প্লেটে খাবার নিয়ে ছেলেকে টেবিলে ডাকতেই সে বললো - " মা আমি পেগনেন - আমি খাবোনা "
( আমার ছেলে যে ইংলিশের জাহাজ হইছে - আমি আগে জানতাম না । কারন কালকে আমি আর প্রতিবেশী ইংলিশে কথাবার্তা বলেছিলাম । আমি ভাবতেই পারিনি ছেলে এতকথা বুঝে ফেলবে )