গার্লস টক ভার্সেস বয়স টক/
গার্লস টক-১
প্রথম জনঃ আর বলিস না কালকে বিকেল কি হয়েছে শোন। হিহিহি চোখে কাজল দেবো ভেবেছি, দেখি কাজল একেবারে ভোতা হয়ে আছে। হিহিহিহি, পেন্সিল শার্পার ছিলো পাশে, ওঠা দিয়েই শারপ করলাম! অমা এমন শার্প হলো যেনো সুচ!! আমার বাপু এমনিতিএই ধারালো কিছু দেখলে ভয় লাগে! তাই নিলাম এক সাদা কাগজ অটাতে ঘসে ঘসে হাবিজাবি একে দিয়ে ভোতা করলাম আবার। এর পরে দিলাম চোখে কাজল। পরে কাগজের দিকে তাকিয়ে দেখি লিখে বসে আছি তার নাম! হিহিহিহ কি লজ্বা! কাগজ ছিড়ে কুচি কুচি করে বিনে ফেলেল তবে শান্তি!
দ্বিতীয় জনঃ আর আমার কথা কি বলবো, কাজল দিতেই পারি না। সেদিন দিতে বসেছি লেগেছে চোখে খোচা, আর যাই কই সব মাঠি কাজল ভেসে গেছে অলোকানন্দা জলে! মুছে টুচে আবার দিলাম আবার খুচা হিহিহিহি আবার ভেসে গেলো অলোকানন্দা জলে! সাথে মেইকাপ ও মাঠি! এখন থেকে চিন্তা করেছি আর দেবোই না ছাই! হিহিইহিহি
বয়স টক-১
প্রথম জনঃ আর বলিস না দুস্ত, মাইনে পেলাম হিসেব মেলালাম দেখি জুতার তলা গেছে ছিড়ে, জুতো কিনবো পচন্দ হলো দাম দেখি শালা পাঁচ হাজার! মাইনেই শেষ হয়ে যাবে জুতো কিনতে গেলে অথচ এই চপ্পল পরে তো আর কর্পোরেট জগতে চলা যায় না। মাস শেষ হতেই মায়ের প্রেস্কিপশন ফার্মেসী তে ধরতেই বললো গত মাসের দু হাজার নাকি বাকী। দিলাম সব দিয়ে থুয়ে এখন দেখি এই মাসে আর জুতো হবে না! কোন দিন কার চোখে পরবে কি আর করা! এর উপরে বাইকের ও কি নাকি সমস্যা হয়তো এই মাস বাসে টেসে যেতে হবে অফিস। শালার চুতমারানির জীবন, এই হলে সেই হয় না সেই হলে এই হয় না।
দ্বিতীয় জনঃ রাগ করে আর কি করবি। আমার এক জুড়ো স্পেয়ার আছে। তুই তো আমার সাইজ এই মাস চালিয়ে নে কোন ভাবে পরে এক ব্যবস্থা করিস। আর মেডিসিন ফেলে রাখিস না অটা ইম্পরট্যান্ট লাগলে বলিস। আমাদের শালা শান্তি হবে না। আজ এই কাল সেই লেগেই থাকবে। কদিন বাদে করবো বিয়ে, কদিন পরে পরে বউ রে পার্লারে ঢুকিয়ে লোম অনুলোম তুলিয়ে আনতে হবে! শালা জীবন টাই যাবে খালী ঘাটতে ঘাটাতে! এর উপরে বাচ্ছা হলে আজ সর্দি কাল কাশি, অফিস থেকে ফিরে দেখবি বাচ্ছা পি করে বসে আছে বউ চোখে কাজল দিচ্ছে। একটু কোলে নিতে যাবি পারবি না, তখন ন্যপি বদলাবি! শালার আসলেই একটা হই হুল্লোড় জীবন। তাও ভালোরে!
** লেখাটা প্রচন্ড মাত্রার পুরুষবাদী! কিন্তু জমানা কিছুটা হলেও এই তালেই চলেরে মমিন মমিনা!
**শেষ লাইনে লিখেদিয়েছি কিছুটা হলেও! তাই আমি আর দায় নেবো না। সর্বোপরি আমার কথা যে এই তালেই চলে সেটা ঠিক না।


সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯