১.
খুব বেশি দূরে নয় হাত বাড়ালেই সমুদ্র,
মুঠোয় মুঠোয় বালুর জমিন
তোমার সিথির লাল সিদুর
মনে করিয়ে দেয় বার বার একদিন আমিও ব্যর্থ ছিলাম
এবং সবিনয় নিবেদন
আমাকে সন্যাসী হতে দাও, ভালোবেসো না।
২.
এবং যদি মুহূর্ত গুলো সঞ্চিত হয়,
আর তুমি বঞ্চিত হও,
ভালোবাসা তখন মন্দবাসা হয়ে উঠে।
৩.
তুমি ঠিক ততটাই জানো
যতটা ভুল তোমার সজ্য হয়
৪.
তুমি সহজ করে তপ্ত বাক্য বলো
জ্বলে পুড়ে অঙ্গার হয়ে উঠি আমি।
৫.
তুই বলেছিস আমার প্রেম পধ্ম পাতার জল
পধ্ম পাতা তুই হলে দুষ কি আমার বল?
৬.
জলে জ্বলে না আগুন
আগুনে জল জ্বলে না
৭.
সব কিছুই মিথ্যে মনে হয়,
এই বেচে থাকা, এই মরে যাওয়া
এই হুট হাট দরজা খোলে দখিনা হাওয়ার অপেক্ষা।
অথবা ভাবতে বসা কোন একদিন হয়ে যাবে,
অথবা যা কিছু হয়ে গেলো,
সব কিছুই কি মিথ্যে করে নয়।
৮.
সেই তথাকথিত সবকিছু,
এখনো কাটার আওয়াজ কানে ভাসে।
সেটা তবে কাঠঠুকরো ছিলো,
আমি ভেবেছি কেউ নিয়ে যাচ্ছে সময় কেটে কেটে।