মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেনঃ "আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার । এগুলো ভারতের কবল থেকে ফীরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবেনা।''
Map of Bangladesh
ফারাক্কা দিয়ে শুরু... তিস্তা নদী... কালক্রমে আমাদের গ্যাস, বিদ্যুত, মাছ, জামদানী সবই দিলাম... বুক চিড়ে দিলাম করিডোরটাও... লজ্জাবতী বধুর লাজুক অভিনয়ে প্রাপ্য পাওনাটাও ছাড় দিলাম... ইলিশ দিলাম, সিমান্তে ফেলানিদের লাশের মিছিল ও দিলাম, গনভবনে দিলাম তোমাদেরকে পাহাড়া দিতে... বিডিআর দিলাম, আর্মিকে দিলাম খোজা করতে, র কে তো সারা দেশেই দিলাম ঘাটি গাড়তে...
কী দেইনি তাদের ?
যা চেয়েছে সাথে সাথে তাই দিয়েছি। তারপরেও দাদাদের আত্না তুষ্ট হয় না ।
এখন বলে দেশেটাকে দিয়ে দিতে ।
আয়............... আয় আরো এগিয়ে আয় ।
এবার টুটি চেপে ধরব ।
বাপ দাদার নাম ভুলিয়ে দেব ।
আমার পাওনা এবার ফেরত দে আমায়, হারামজাদা ।
১. ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২১ ০