ক্লাস ফ্রি হোক আর মাগনা হোক ক্লাস ইজ অলওয়েজ বোরিং। তবে ব্যাকবেন্চার হৈলে আলাদা কথা।

গতকালকে ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন ছিল। ছোট্ট শহরের ছোট ভার্সিটির ছোট্ট প্রেজেনটেশন।
সকালে গিয়াই প্রেজেনটেশন দিতে দাড়াইয়া গেলাম। স্যারসহ সবাই ব্যাপক উত্সাহ উদ্দীপনা নিয়া তাকাইয়া আছে।

মহান মাক্স


টানটান উত্তেজনা সবার মধ্যে এর মধ্যে প্রেজেনটেশন দিয়া সবার দিকে তাকাইয়া একটা হাসি হাসি ভাব নিলাম।


স্যারঃ তোমার হুডির পিছনে কার ছবি?

আমিঃ বব ডিলান।

তুমুল করতালির আওয়াজ পাইলাম। অসাধারন!! আমি একটা কোশ্চেনের আনসার দিতে পেরেছি।


স্যারঃ তুমি খুব ভালো প্রেজেনটেশন দিছ। তোমার পারফরমেন্সে আমি খুশি তাই তোমার নাম্বার দ্বিগুন করে দিলাম।


আমিতো মহাখুশী। স্যাররে জিগাইলাম, আমারে কত দিছেন?
স্জিযারে কয়, জিরো দিসি


আমি কৈলাম, স্যার জিরোরে দ্বিগুন করলেওতো জিরোই হয়।


স্যার বলল, জি না। জিরোরে দ্বিগুন করলে ডাবল জিরো হয়।



চিন্তায় আছি শেষ পর্যন্ত কি ইন্টার পাশই থাইকা যামু?



অনেক আজাইরা আলাপ হইলো এখন ক্লাস ইস্টার্ট


আমি যখন সামুতে রেজিষ্ট্রেশন করি তখন এতটাই অবাক হয়েছিলাম যে প্রথম চারমাস কোন কথাই বলতে পারিনি


"বিবাহযোগ্য পাত্রের একমাত্র যোগ্যতাঃ সামুর সেইফ ব্লগার" এইরকম একটা কিংবদন্তী চালু ছিল একসময়। কবে কোথায় জিজ্ঞেস করিয়া বিরক্ত করিবেন না।


এই প্রবাদ কোথায় চালু ছিল তা লিখে আনাই নেক্সট ক্লাসের হোমওয়ার্ক


আজকে ব্লগের কোন টপিক নিয়ে আলুচনায় যাইতে চাই না। অনেক অনেক ব্লগার নতুন আসলেও তাহারা কি পুরাতন নাকি নতুন ব্লগার এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবুও দুইটা ফ্রি প্রোসেস অফ বিইং পরিচিত নিক






প্রোসেস একঃ
হাউ টু বি এ পরিচিত নিক?(হিপোক্রিটস ওয়ে)
কমেন্ট, কমেন্ট এন্ড কমেন্ট। প্রচুর কমেন্ট পাস করলাম কিন্তু প্রোফাইলে কেউ ঢু মারে না।


চিরাচরিত উপায়ঃ ১৮ এবং ২১ প্লাস; এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য
ভিতরে কিসুই নাই। সুড়সুড় করে ব্লগাররা ঢুকিতেছে এবং মাইনাস বাটনের প্রকট অভাব বোধ করিয়া আবার বিদায় লৈতেছে।




আড়াইশবার পঠিত ৩টি মন্তব্য
১. ধুর। বাল্পুস্ট
২. ১ বলেছেন ধুর বাল্পুস্ট
৩.



এইবার শুভদিন দেখে পোস্ট ড্রাফটে। আরো একটা সপ্তাহ যাক আবারো একই ঘটনা এইবার হালকা টাইপের কিছু জোকস থাকতে পারে।
এডাল্ট না আবার এডাল্টও এইরকম। উদাহরণ


এই রকম হাংকিফাংকি করার পরে আইছে শো টাইম। এইবার গল্প, উপন্যাস, কবিতা, অথবা ববিতার কোন মুভির রিভিউ। ফিচার টাইপ যেকোন লেখা লিখতে থাকেন, পোস্টে ভাললাগা পেলাচ প্রিয়তে ইত্যাদি টাইপের কমেন্ট শোভা পাইতে থাকবে।


প্রোসেস দুইঃ
হাউ টু বি এ পরিচিত নিক(স্ট্যাপল ফুড, oil's ওয়ে)


বড় বড় ইস্টার ব্লগারদের তেল মাখাইয়া পোস্টের পরে পোস্ট প্রসব করিতে হইবে। উহারাও খুশি আমিও খুশি।


একজন ব্লগারের প্রোফাইলে লেখা আছে, "রিকশাও তেল খায় আর মানুষ তো মানুষই"।

বিঃদ্রঃ মাতাররক রিস্কি ওয়ে।
না বানান ভুল হয় নাই।
আর যদি কোন প্রোসেস পছন্দ না হয়, তাইলে আমার মত সেইফ হওয়ার পরপরই ক্লাস করানো শুরু করেন আর ভাব লন যে আপনে পুরান ব্লগার


দুইটা ফ্রি ওয়ে দেখানোর পরেও সন্দেহ দূর হৈতাছে না। একটা কথা বলে রাখি বেশিরভাগ হেভিওয়েট ব্লগারই কিন্তু আমার নিজ হাতে গড়া। আমার ক্লাস করে করেইতো এতদূর


বিশ্বাস না হৈলে
ঝটপট দেখে আসেন আগের ক্লাসে কারা কারা ছিল


দেখেন আগের ক্লাসে
তারও আগের ক্লাসে সবাই কেমন মনোযোগ দিয়া ক্লাস কর্তাছে




এনঃ বিঃ হঠাত্ এমনি এমনিই একটা পোস্ট দিতে ইচ্ছা করল। এখানে কেউ সিরিয়াসলি নেয়ার কিছু নাই। সিরিয়াস হবার জন্য অনেক বিষয় আছে। ধর্ষণ ও ধর্ষকের বিরুদ্ধে ব্লগারদের কঠোর অবস্থান, রুশানের জন্য ফান্ড। সবমিলিয়ে এখনকার পরিবেশটা অনেকটা মাতাল হাওয়ার মত। ঠিকমত বলতে পারলাম না। সবাই ভালো থাকুন। শুভকামনা।