দিনকাল আস্তে আস্তে বহুত খারাপ হৈয়া যাইতাছে। এখন চুরি করতে গেলেও শিক্ষাগত যোগ্যতা লাগে। তাও মিনিমাম এইচ এস সি পাশ। এইটা আমার কথা না এলাকার এক বড় ভাইয়ের কথা। আমি অবশ্য এইটা শুইন্যা খুশিই হৈছি। কারণ এখন এট লিস্ট বেকার থাকমু না।



যাকগা, পিতলা আলাপ বাদ। ক্লাসে কনসেনট্রেইট করি।অনেকদিন পরে ক্লাসে ফেরত আসতে পেরে আমি যারপরনাই আনন্দিত।
আজকে কোন নির্দিষ্ট টার্ম নিয়ে আলোচনা করব না আজকের টপিক "ভালো ব্লগিং"। একজন সহব্লগার একবার আমাকে জিজ্ঞেস করেছিল'স্যার, ভাল ব্লগিং কি?' আমি তখন উত্তর দিতে পারি নাই। তবে ফাইজলামি কৈরা আমার নিজের ব্লগের লিংক দিয়া কৈছিলাম উনি যা করে তাই ভাল ব্লগিং



ভাল ব্লগিং যে কি এইটা আজও বুঝতে পারি নাই। তবে খারাপ কি সেটা বুঝি। খারাপ হল সেটাই যা আপনার কাছে বিরক্তিকর লাগবে। অনেকে ফেসবুক স্ট্যাটাসের মত করে ছোট পোস্ট দেয় এইটা আমার কাছে চরম বিরক্তিকর। তবে বিরক্তকরের তালিকায় প্রথমেই আছে সাহায্য চাহিয়া পোস্ট।
আর যা তা সাহায্য,
আমার মাথার ডানপাশের তিন নাম্বার স্ক্রুর ছয় নাম্বার প্যাচটা ঠিকমত কাজ করছে না। অভিজ্ঞরা হেল্পান।
প্লিজ প্লিজ প্লিজ। তারসাথে একটা চরম অসহায়ত্বের ইমো।
আপনাদের কাছে অনুরোধ এই রকম হাস্যকর সাহায্য চাহিয়া পোস্ট দিয়া ব্লগারদের বিরক্ত করবেন না।
বিরক্তির দিক দিয়া ২য় পজিশনেই আছে অণুকাব্য। একপোস্টে একটাই অণুকাব্য তাও তিনলাইনের। আর ভাষারও কি মধুর ব্যাবহার
"তুমি আমার কল্পনা
তাই রোজ রাতে বিছানায়
আঁকি আমি আল্পনা"
এতটুকুতেই পোস্ট শেষ। অনুকাব্য দেন ঠিকাছে কিন্তু একসাথে মিনিমাম ৫টা তো দিবেন। তা না অযথাই নাম ফোটানোর জন্য একটা পোস্ট। এগুলো পরিহার করাই উচিত।
বিরক্তির তিন নাম্বার পজিশনে আছে আজাইরা চুল্কানিমুলক পোস্ট।
আর সামুতে তো চুলকানী ইলিমেন্টের অভাব নাই।
পিঠ চুলকানোর জন্য বাজারে এক ধরনের যন্ত্র পাওয়া যায়। প্লাস্টিকের দেড়ফুট সাইজের একটা কাঠিরমত জিনিস তার সামনের প্রান্তে(যেই অংশ চুলকানীতে এনগেজড থাকে) সেখানে থাকে চিরুনীর মত কয়েকটা দাঁত। ঐটা কিনতেও দশ টাকা লাগে। সামুতো ফ্রি, একটাকাও লাগে না। বাহ ইচ্ছামত চুলকাও। আস্তিক নাস্তিকরে চুলকানী দাও। ভাদা পাদারে দেও। এদিকদিয়া সিন্ডিকেটরে উষ্ঠা মারো। আমার কথা হৈল, কি দরকাররে ভাই যে যেমনে পারে চলতে দেও। গলাবাজি যে যেমনে করতে চায় করতে দাও। পোস্টে গিয়া প্রটেস্ট কর।
খালি খালি একটা পোস্টের বিপরীতে আরেকটা পোস্ট দিয়া চুলকানীরতো কোন মানে হয় না।
আরেক ধরনের উত্পাত এক সময় অনেক ছিল। এখন কমছে। সেটা হল আমার ফেবুতে একটা পেজ আছে, প্লিজ লাইকান। এগুলা দেখলেও অনেকে বিরক্ত হয়।
সবশেষে সামুতে আমার সবচেয়ে প্রিয় কমেন্টটা দিয়ে ক্লাস শেষ করব। কোন পোস্ট মারাত্মকরকমের বিরক্তির উদ্রেক করলে আমি এই কমেন্ট করি।
"পোস্টের লেখককে প্রথমেই ধন্যবাদ জানাই তার এই অসম্ভব সুন্দর বাল্পুস্টের জন্য। তার অনুপম কীবোর্ডর সুনিপুণ লেখনি আমাদের মনে করিয়ে দেয় দস্তয়েভস্কি, আনতেন চেখভের কথা। আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি তার বলিষ্ঠ লেখনিকে। উপরন্তু লেখক যে শুধুমাত্র সমসাময়িক সমস্যাটি নিয়ে আলোচনাই করেছেন তা নয়, একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। আমি সমস্যার গভীরতা অনুভব করতে পেরে অবিলম্বে পোস্টটি ইস্টিকি করার জোর দাবী জানাই।"
পোস্টের ম্যাটেরিয়াল ভেদে কমেন্টের বিভিন্ন অংশ অবশ্য চেন্জ করি। তবে এই কমেন্টটা ধার করা। কে প্রথম করেছিল আমার মনে নাই। সেজন্য আমি দুঃখিত।
আজকের ক্লাস এখানেই সমাপ্ত। একজন বিখ্যাত ব্লগারের অনুসরনে ট্যাগে কিছু ভিন্নতা আনার ব্যর্থ চেষ্টা করছি।



সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:১৬