আজকে কলেজ থেকে বাসায় ফেরার পর ৪৪ পৃষ্ঠার মাইক্রোবায়োলজী প্রাক্টিক্যাল লেখা শেষ করে (ম্যাডামের কড়া নির্দেশ কালকের মধ্যে খাতা সাইন করাতে হবে ) এবং হাল্কা পড়ালেখা করে যখন দেখলাম ঘুমে চোখ ঢুলুঢুলু আর হাত করছে ব্যথায় টনটন সেই অবস্থায় কেন জানি মনে হল, "আজকে সারাদিন কম্পু টা অন করা হয়নাই। বেচারা মাইন্ড করতে পারে!" তাই কম্পিউটার খুলে নেটে ঢুকে সামুতে এসেই দেখি আমি এখন সামুর একজন "সাধারণ" ব্লগার (অতি সাধারণ হওয়া উচিত ছিল)।
অতিরিক্ত মাত্রায় খুশি হয়ে গেলাম হঠাৎ করে! কারন আমি এখন থেকে সবার পোষ্ট গুলোতে মন্তব্য করতে পারব! কত্তদিন কত্ত ভাল ভাল লেখা পড়ে কমেন্ট করতে চেয়েছি কিন্তু পারিনি। বুক ফেটেছে কিন্তু মুখ ফোটেনি। সামু আমাকে এতদিন "কোলের ছেলে"-র মত করে দেখেশুনে রেখেছে--"ওইখানে যেও,কিন্তু দুষ্টুমি (কমেন্ট) করোনা"। এখন হয়ত আমি সামুর অভিভাবকত্ব থেকে মোটামুটি মুক্তি পেলাম। কিন্তু মানুষ যেহেতু নিজের কোন পাওয়াতেই সন্তুষ্ট না,তাই আমি আরও বেশি পাওয়ার অপেক্ষা মানে নিরাপদ ব্লগার হ্ওয়ার অপেক্ষায় থাকছি আজকে থেকে। (এতদিন ভেবে এসেছি জেনারেল হলেই আমি খুশি! আলহামদুল্লিলাহ! কিন্তু এখন দেখি সেইফ হইতে মন চায়।)
বিঃদ্রঃ আমার লেখালেখির হাত খুবই খারাপ। মনে যা আসে তাই লিখে ফেলি। এলোমেলো ভাবনাচিন্তা গুলো হয়ত ব্লগে লিখব এখন থেকে। অনেকেই বিরক্ত হবেন লেখা পড়ে। তাই লেখা-লেখির কোন অংশের জন্য লেখক কোনমতেই দায়ী না। লেখা পড়ে বিরক্ত হয়ে কোন পাঠকের ভ্রূ কুঞ্চিত হলে নিজেদের কুঞ্চিত ভ্রূ সোজা করার দায়ভার তাঁদেরকেই নিতে হবে।