মা দিবস ব্লগ সঙ্কলনের কাজ এগিয়ে চলেছে।
“মা দিবস ব্লগ সঙ্কলন – ২০০৯” ব্লগে উল্লেখিত তারিখ অনুযায়ী ২৫শে মে তারিখ পর্যন্ত আমরা মোট ৬০টি ব্লগের ব্যাপারে ব্লগ লেখকদের অনুমতি পাই, যার মধ্যে একটি ব্লগ বিশেষ কারনে ("মা দিবসের মুক্তিপ্রাপ্ত দুটি অ্যালবাম" লেখাটি দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে কপি করা বলে) অন্তর্ভুক্ত করা যায়নি, এ ছাড়া বাকি ৫৯টি ব্লগ সঙ্কলনে স্থান পেয়েছে।
সঙ্কলনটি আগামী ২৯শে মে' ২০০৯ শুক্রবার প্রকাশ করার আশা রাখি।
সামহয়ারইন ব্লগে প্রকাশিত সকল ই-ম্যাগাজিন একত্র করে একটি ই-ম্যাগাজিন আর্কাইভ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে ব্লগ কতৃপক্ষ খুব দ্রুত ঘোষনা দেবেন।
সামহয়ারইন ব্লগকে আগামীর পথে এগিয়ে নিতে সকলের ব্লগারের সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদ।
=======================================
সঙ্কলনে যে সব লেখকের ব্লগ স্থান পেয়েছে
=======================================
নাহিন, ইউনুস খান, বৃত্তবন্দী, মুহাম্মদ তসলিম, লাল দরজা, সচেতন, ভিয়েনাস, ভাস্কর চৌধুরী, ~স্বপ্নজয়~, পারভেজ, শ।মসীর, mehedi, মুক্ত মানব, আমড়া কাঠের ঢেকি, পাশা, লেখাজোকা শামীম, অমি রহমান পিয়াল, একলব্যের পুনর্জন্ম, এস এ মেহেদী, তরু, ঋভু অনিকেত, কালপুরুষ, আদী ইউসুফ, জেমিনি, নাফসানিয়াত ফাতেমা, মিলটন, নম্রতা, আবদুর রহমান রোমাস, মুহিব, গন্তব্যহীন, নাজনীন, নির্ঝরিনী,
ফেরারী পাখি, ছন্নছাড়ার পেন্সিল, এসএনটি, আকাশ অম্বর, মাহবুবুল ইসলাম সুমন, প্যানুয়েল প্রিন্স, আবু সালেহ, সামছা আকিদা জাহান, মোজাম্মেল প্রধান, মাষ্টার_মশাই, জটিল, মুক্ত বয়ান, সুলতানা শিরীন সাজি, পাললিক মন, শ খি আ ঈয়ন, সাইফুল্যাহ কামরুল, তারার হাসি, অনন্ত দিগন্ত, শুভ৭৭, ফালতু মিয়া, ইশতিয়াক আহমেদ, মেহবুবা, সীমান্ত আহমেদ, অতিথি_পথিক_মানুষ, সৈয়দ আব্দুর রব, প্রত্যুৎপন্নমতিত্ব ও সাইফ সামির।