পুকুরের পাড় বেয়ে বাইরের আঙিনায় এসে দেখি
বলাকারা ঐ উড়ে যায় সোনালী আকাশ জুড়ে
মনটা আমার খরকুটো শুন্যে আর ভাসাবো কতো ?
এক এক করে কত হারাচ্ছি বসত !
অযথাই কি তোমার আঙ্গিনা ধরে হাঁটি আমি ?
আমার নদী ছিল , তোমার ছিল নৌকা
বৈঠা সে তো ঈশ্বর নিজের হাতে বায় !
আমি তিন প্রহরের বেলা দেখি
নদী বুকে যেতে ঈশ্বরের পানে হাত তুলে চাই।
এক পলক একান্ন গোধূলীর দিকে চেয়ে
বলবে, আমি আসছি !
দু'চোখ ভরে তোমায় শুধু দেখতে ইচ্ছে করে
উর্বশী ক্ষেতে বসে থাকা স্বপ্নের গোলাঘরে -
লুকিয়ে বুকে যেতে ইচ্ছা করে !
নাকের নোলক হারিয়ে তোমায় বলতে ইচ্ছে করে
আমায় একটা নোলক কিনে দেবে ?
আমি শুধু হারাচ্ছি
এক এক করে খাঁ খাঁ পথ , নখের আঁচড়
সূর্য থেকে সন্ধ্যা ছোঁয়া আমার বসত ।