একটি একটি করে সব সত্য ক্ষনে ক্ষনে রঙ বদলায়
রাতের বেলা শ্মাশানঘাট থেকে সত্য কাঁদে অন্ধকারে,
কারো সৌন্দর্য, কারো ব্যক্তিত্ব, সত্য নাকি ভুয়া সব?
কোনো কিছুই লুকানো সম্ভব না
অদৃষ্টের ছদ্মবেশে উভয়েই যদি মোহিত হই
তবে একটি অপ্রীয় সত্য বলতেই হয়
অনুভূতি উন্মোচনে পূর্ণ অনুভূতি তুলে লুকানো দম্ভ, অহংকারে
সমাজে নারী-পুরুষ এর ভেদাভেদ রয়ে গেছে প্রকট !
তার থেকেও বাস্তব সত্য বুকের তুষে লুকানো আবেগ
মিথ্যে দূরাশা এত স্বপ্ন, এত খেলা, নয়নের জ্ল, বেদনার গান
দুই আঙুলের ভাঁজে কিংবা চোখের পাতায় নিরব দহনে বিসর্জন।
জীবনের স্রোতের এই বিশাল মায়াময় আকাশটার দিকে তাকিয়ে বলি
জানো জানো তুমি বটবৃক্ষের মতো দু'হাত বাড়ালে
এখনো আমরা প্রচণ্ড আবেগে গর্জে উঠি
টিপ পরতে ইচ্ছে হলে টিপ পরি
নাকের নথের ঝুমুর গুলিতে সত্য খুঁজি
পায়ের মলের রুমঝুম শব্দে শুনতে থাকি-
অনেক বিতর্ক সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে আকাশের ওপাড়ে
শুধু আমার আমিকে দেখতে পাইনা আয়নার প্রতিবিম্বে !
মরমী আর মহৎ দুজন দুজনার
একজন আমি একজন তুমি
কি অদ্ভুত এক অপূর্ব প্রেম দিল বিধাতা আমায়
সত্যি বলতো -
এটার পেছনের মানুষটা কি মিথ্যে কথা বলছে ?