কী স্থির মানুষের হৃদয় !
দিনের আকাশে সূর্য হয়ে উঠে রাতের আকাশে চাঁদ
বসন্তের দিনে বিরহের আগুনে পুড়ে অঙ্গার হয়
কামনার জলে অবগাহিত পায়েল
যেন সাদা কাগজে জেগে থাকা পলিদ্বীপ~
রাতের নিয়ম মত যেন ঝড় উঠলো
ঝড়ের মত চলে অসংলগ্ন অভিমান
নীরবতা ঘিরে থাকে অথৈ আকুল জলরাশি
কী স্থির মানুষের হৃদয় !
বুকের ভেতর অশানত্দির ঝড় তুলে
চাঁদ কে ঘিরে তিমির রাতে খেলা
বেদনাবিধুর নিরবতায় থমকে থাকে মেঘ
ঠোটের দগ্ধ অনুভবে বিবর্ণ ঘ্রাণে উন্মাতাল বুক
স্মৃতির মায়া নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
চন্দ্রাহত রাতে জ্বালা জ্বালা চোখে হাত
কী স্থির মানুষের হৃদয় !
নক্ষত্রের পর নক্ষত্র যেন হা হা কর
জ্যোৎস্নামাখা আশির্বাদ ঢেলে দেয় যেন অভিশাপ
কতক্ষণ সময়
মধ্যরাতের দুরন্ত ঝড়ে অন্তহীন বিষাদ ঘুমোতে শুরু করে
শিশিরের ছায়া নিভে গেছে
আরো দূরে সরে যায় রাত
আরো শূন্য দু হাত
আমি ফিরে আসি ঘুরে ঘুরে
কষ্টগুলো শিকড় ছাড়িয়ে বলতে
কী স্থির মানুষের হৃদয় !