পরিচিত রাস্তার পাশ ধরে হেঁটে যাওয়া
খুজে নেয়া চেনা চেনা পায়ের ছাপ
সময়ের সাথে ধুলো মাটি ইট আলকাতরায়
পুনরায় উপরের প্রলেপে নতুনত্ব,
তবে কি নতুনের সেই আগমনে
পুরনো ছাপ গুল নিশ্চিহ্ন হয়ে যায় ?
না- এ শুধু চোখের দেখার একটা কৌশল মাত্র।
পুরনো কোন ব্যঞ্চ, কোন পার্ক
পরিচিত কিছু গাছ বা হাঁট
সব কিছুই রয়ে যায় নতুনের অন্তরালে
কোন কিছু হারিয়ে যায়না, হারিয়েছে ভাবা-
এটিও যে দু'চোখের বাইরে
মন দিয়ে অনুভবের একটা কৌশল মাত্র।
নতুন পুরাতন যাই হোক তার মাঝেই
বর্তমান কখনো হাসে, কখনো পিষ্ট হয়
জানা না জানা হাজার লক্ষ কোটি প্রশ্নের ভীরে
কখনো এক বাক্যে অনাবিল সুখ
কখনো কোটি শব্দের সাধ্যি নেই মনকে শান্ত করে!
এই ভাবনাও আমাদের চামড়ার ভিতরে বসবাসরত
মনের একান্ত পদচারনা ও ইচ্ছা
যার উপর কারো কোন কর্তৃত্ব খাটেনা।
প্রত্যেক সম্পর্ক এক একটি নাম নিয়ে আসে
যার যার অবস্থান সে নিজ গুনে করে নেয়, বা-
কেউ তার মনের স্বচ্ছতা দিয়ে তার নাম দেয়,
চেনা সম্পর্কের আড়ালে কখনো বিশ্বাস ভাঙ্গে
কখনো ত্যাগ আর মহত্তের ইটে তৈরি হয় শক্ত ভীত।
দু ক্ষেত্রেই মানুষের জীবনে দু'রকম শিক্ষা লাভ
এক ঘৃণা আর এক শ্রদ্ধা ও ভালবাসা,
নিজেকে কিভাবে প্রকাশ করছি
তার উপর প্রচার পায় সমাজের কঠিন ভিত্তি
পরিবার।
খুব চেনা জন যখন স্বচ্ছতা ছেড়ে
নিকোশ কালো আধারে প্রকাশ হয়
মুহূর্তে ভাঙ্গে মহাসমুদ্র সমান বিশ্বাস
যতোটা কষ্ট সে পিঠে ছুরি মেরে দেয়ার চেষ্টা করে
তার চাইতে বেশি প্রকাশ করে তার জন্ম
তার শিক্ষা আর তার ভিতরে লুকিয়ে থাকা শয়তানকে।
লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম
শয়তান থেকে দূরে থাকার এঁর চাইতে বড় কিছু আমার জানা নেই,
শোকর আলহামদুলিল্লাহ্ - বলছি
কিছু মানুষরূপী শয়তান চেনা হল
বন্ধু, ভাই, বোন সেজে যারা পিছন থেকে আঘাত করে।
নতুন পুরাতন পাওয়া না পাওয়া সব ঘূর্ণিওমান
সময় বয়ে যায় , কিন্তু- অযাচিত কিছু ঘটনা
নিজের স্থায়ী অবস্থান রেখে যায় জীবনে
নিজেকে এতো টা নিচে নামিও না যে -
অন্তত একজন মানুষ তোমায় মনে করে থু থু ফেলবে
নিজেকে এতোটা উদার কর যাতে
প্রার্থনায় কেউ হাত তুলে বলে
হে সৃষ্টিকর্তা রাব্বুল আল-আমীন
আল্লাহ্ তোমার এই বান্দার হেফাজত কর।
ঘর ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান
অভিশাপ নয় দোয়া রেখে গেলাম
এক মুহূর্তের জন্য অনুভব কর কি করলে তুমি !
নইলে কোন ইবাদত কবুল হবে না,
নিশ্চয়ই আল্লাহ্ ক্ষমাশীল
তিনি তোমায় ক্ষমা করবেন।