চান খাঁ সাহেব ছিলেন বিশিষ্ট ব্যান্জোবাদক। উনি অমাবশ্যা ও পুর্নিমা রাত ছাড়া ব্যান্জো বাজাতেন না। একবার বাজানো শুরু করলে সারারাত ধরে বাজাতেন। তবে এই বাজনা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিলো না। এমনকী তিনি কোন দরবারী বৈঠকেও বাজাতেন না। কথিত আছে, ব্যান্জো বাজাবার সময় তার হাতের আঙ্গুল দেখা যেত না।
চান খাঁ সাহেবের ছিলো ছয় স্ত্রী। এদের মধ্যে সর্বকণিষ্ঠার নাম ছিলো 'মেহের'
মেহের ছিলো নিতান্তই বালিকা। যে তার ব্যান্জো শুনে মুগ্ধ হয় এবং স্বীয় প্রেমিককে গুড বাই বলে, চান খাঁ সাহেব কে বিয়ে করে ফেলেন।
বলা বাহুল্য, চান খাঁর পুলটি মানুষ যাতায়াত বা পারাপারের জন্য নির্মান করা হয়েছিলো নাই। বসন্তকালে ঝিরিঝিরি বাতাসে খুব চন্দ্রিমা হলে পুলের একপাশে বসে ব্যান্জো বাজাতেন চান খাঁ সাহেব আর অন্য প্রান্তে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে ব্যান্জো শুনতেন মেহের ...