কমিক সিরিজ স্পাইডারম্যান এবার কল্পকাহিনী থেকে বাস্তবে রুপ নিতে যাচ্ছে। আমেরিকায় এক অপরাধি দৌরে পালাবার সময় হঠৎ এক টুকরা জাল এসে তাকে জড়িয়ে ধরল সে আর দৌরাতে পারলোনা। মাটিতে পরে গেল কিছুখনের মধ্য কয়েকজন পুলিশ অফিসার এসে তাকে জাপটে ধরল, তবেকি স্পাইডারম্যান এসেগেছে দুনিয়ায়, এরকম আরো কিছু ঘটনা ঘটতে থাকল পর পর কয়েক দিন। কোথাথেকে ছুটে আসছে এই জাল, অবশেষে মুখ খুল্লেন পুলিশ কর্মকর্তারা,
তাদের ভাস্যমতে যে জালটি ছুটে আসছিল অপরাধি দের দিকে সেটি স্পাইডারম্যানের ছোড়া জালের আদলেই তৈরি, আমেরিকার পুলিশ নেটগান নামে নতুন এক ধরনের জাল পরীক্ষামুলক ভাবে ব্যাবহার শুরু করেছে।
যে জাল স্পাইডারম্যানেরছুড়ে দেওয়া জালের মতন আস্টেপ্রিস্ঠে জড়িয়ে ধরবে অপরাধিদের।
এর শক্ত আঠাল বাধন থেকে বেরিয়ে যাবার শক্তি থকবে না কারো। হাইটেক টেঙ্গলম্যন্ট টেকনোলজিতে অতিউচ্চশক্তির মাধ্যমে প্লাস্টিক জাতীয় পদার্থদেয়ে এটি নির্মিত হয়েছে।
কাদানো গ্যস ছোড়ার মতন পুলিশের বিশেষ বন্দুকের সাহায্যে এই নেট সেলটি ফায়ার করা হয়। ধয়ার সাথে ছুটেগিয়ে এটি অপরাধির হাতপা জড়িয়ে ফেলবে। এর বারতি সুবিধা হল, এতে কোন কঠিন পদার্থ ব্যাবহার না করায় এটি অপরাধিকে শারিরক ভাবে আঘাত করেনা। আমেরিকার পুলিশ এই নতুন অস্রকে খুব কাজের হিসাবে গ্রহন করছে। অনেকে এটিকে মাছধরার কাজেও ব্যবহার করা যাবে বলে আসা করছেন।
উপরের ছবিটা দেইখা ভুই পাইছি, চইছিলাম আমিরিকা জামু, অহন মত পল্টাইছি ছবির হেগোর মতন জদি মাছ বানাইয়া জালে ডুকায় খাইছে।
কোরুব উপজাতি সম্পর্কে জানতে চইলে গুতা দিনঃকোরুবো (যারা জন্মদিনের পোশাক পরে ঘুরে বেড়ায়) ১৮পিলাস বানাইতে চাইছিলাম না হইয়াগেল।
রহস্য ময় পাহার সম্পর্কে জানতে চইলে গুতা দিনঃআইয়ারস-রক(যে পাহার রং পাল্টায়)