১. একজন ব্যক্তি গড়ে প্রতি মিনিটে ১২ বার চোখ পিটপিট করে
২. চোখে ২ মিলিয়নের বেশি কাজের পার্টস আছে
৩. আমাদের চোখ হচ্ছে ৫৭৬ মেগা পিক্সেল (আর আমরা ১০/১২ মেগা পিক্সেল ক্যামেরার জন্য কামরা কামড়ি করি

৪. কর্নিয়া মানবদেহে একমাত্র টিস্যু যার রক্ত লাগে না
৫. প্রতি ঘন্টায় চোখ ৩৬০০০ বিট তথ্য প্রসেস করতে পারে
৬. চোখের বলের ওজন প্রায় ২৮ গ্রাম
৭. চোখ খোলা রেখে হাঁচি দেয়া অসম্ভব
৮. প্রতিদিন গড়ে আমরা প্রায় ১০০০০ বার পিটপিট করি (কম্পিউটার বা হিন্দী সিরিয়ালের সামনে বসলে অবশ্য কম হয়!)