IMDB রেটিং: ৭.১
রটেন টমেটো রেটিং: ৫.৮
আমার রেটিং: ৫
Bourne সিরজের প্রতি আমার অসম্ভব আগ্রহ| বলতে গেলে diehard ভক্ত| এর তিনটায় পর্বই আমি কয়েকবার দেখেছি| আর নায়ক হিসেবে ম্যাট ডেমন ছিল অসাধারণ|
সেই সিরিজের আরেকটি পর্ব হচ্ছে The Bourne legacy . Bourne ultimatum দেখার সময় মনে করেছিলাম এটাই শেষ ছবি, কিন্তু পরিচালক/প্রযোজনা প্রতিষ্ঠানেরা ঠিকই নতুন একটা পর্ব বের করে ফেলেছে| এটা হচ্ছে হলিউডের সফল মুভিগুলোকে চিপে পিষে কিছু টাকা আয় করার ব্যর্থ চেষ্টা| তারা ঠিকই সফল| গাঁটের পয়সা খরচ করে পুরাটাই নষ্ট | মুভিতে কোনো প্লট নাই, নাটকীয়তা নাই, কোনো শেষ নাই| পরিচালক কি করতে চেয়েছে তাও বুঝা মুস্কিল| Bourne সিরিজের একটা জমজমাট মুভিকে পচানোর জন্য যা যা করা দরকার সবই করেছে তারা| আপনার যদি একশন মুভি দেখার আগ্রহ থাকে তাহলে দেখতে পারেন আর যদি Bourne সিরিজের প্যাশন থেকে দেখতে চান, তাহলে নিশ্চিন্তে মনে ডাউনলোড করা/দেখা থেকে বাদ দিতে পারেন| সবচেয়ে ভালো হতো যদি তারা Bourne নাম ব্যবহার না করে নতুন একটা মুভি হিসেবে শুরু করতো|
কাহিনী আসলে কি বলব? অনেকক্ষণ চিন্তা করেও কিছু খুঁজে পাচ্ছি না| কারণ আপনার সবসময়ই মনে হবে শুরু হচ্ছে কিন্তু কোনটারই আগা মাথা নেই| Bourne চরিত্রে Jeremy Renner পুরাই ফ্লপ|
এবার মুভি শেষে কয়েকটা অবসার্ভেশন বলি
১. আমার বউ ছবির মাঝখানে বলে উঠলো এইটা তো পুরাটাই বাংলা সিনেমা
২. আমার কলিগ যে কিনা থিসিস লেখা থেকে ব্রেক নেয়ার জন্য এসেছিল সে বলল, খারাপ লাগেনি কারন কোনো কিছু চিন্তা করা লাগে নি, 'It just washed you without thinking'
৩. অর্ধেকের বেশি দর্শক ছবি শেষ হওয়ার পরেও অনেকক্ষণ বসে ছিল, বুঝতে পারে নি এটাই শেষ।