এখানে বাম দিকে লেখাঃ
রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ ডিসেম্বর ১৯৯৯
আবার, এখানেরই ডান পাশে লেখাঃ
রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা, ১৪ ডিসেম্বর, ১৯৯৬
সব ঠিকি ছিল, কিন্তু বধ্যভূমি স্মৃতিসৌধের আরেকটি গেটে যেতেই আমি এই ফলকটি দেখে অবাক হলাম

রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেগম খালেদা জিয়া, ১৪ ডিসেম্বর ১৯৯৩
একই জিনিষের ভিত্তিপ্রস্তর স্থাপন ২ প্রধানমন্ত্রী কিভাবে ৩ বছরের ব্যবধানে করতে পারেন ইহা এই অধমের ক্ষুদ্র মস্তিষ্কে বোধগম্য হয় নাই :-&
এখানে রাজনীতি না টানলেও চলত :-&
যাই হোক, সেইদিনের তোলা কিছু ছবিঃ
সবাইকে ধন্যবাদ
