আমার খুব মায়া লেগেছে এই ছবিটা দেখে, এরা নবাব পরিবারের সদস্য, আহসান মঞ্জিলের প্রকৃত মালিক। আজও তাদের বাসাটা ঠিকি টিকে আছে, কিন্তু আরা কেউ নেই, ঢাকার নবাবরা ঢাকার উন্নয়নে বড় ভুমিকা পালন করেছেন, নবাব পরিবারের বেশির ভাগ সদস্যই পাকিস্তানে আছেন, কিছু সদস্য ঢাকায়ও আছেন, তাদের পারিবারিক একটি ওয়েবসাইট আছে, ইচ্ছা হলে দেখতে পারেনঃ
http://www.nawabbari.com
ঢাকার নবাবরাই প্রথম ঢাকায় বিদ্যুৎ আনেন। এছাড়াও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, সেন্ট্রাল ভ্যটেনারি হাসপাতাল, সলিমুল্লাহ এতিমখানা, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বুয়েট), পানি শোধনাগার প্রভৃতি ঢাকার নবাবরাই প্রতিষ্ঠা করেন।
আহসান মঞ্জিলে গেলে ঢাকার বিভিন্ন উন্নয়ন নবাবদের অর্থদানের বড় একটি বোর্ড দেখতে পাওয়া যায়। ঢাকার বিভিন্ন উন্নয়নে, বিপদে, ঝড়-বন্যায় ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে তারা অর্থ দান করে সাহায্য করেছেন।
পাকিস্তান আমলে জমিদারি প্রথা বাতিলের পর সরকার নবাব পরিবারের অনেক সম্পত্তি বায়েজাপ্ত করে। মুলত অর্থনৈতিক কারনেই নবাব পরিবারের অনেক সদস্যকেই পাকিস্তান সহ অনেক দেশে পারি জমাতে হয়।
এই ঐতিহ্যবাহী এই পরিবারটির কে কোথায় আছে, কেমন আছে কেউ কি তা জানে?