আবার আসছে শীত। শীতের কষ্টের বর্ণনা দিতে চাই না। আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে যারা শীতে প্রচন্ড কষ্ট পায় গরম কাপড় বা কম্বলের অভাবে।
২০১০ সালে "সামহোয়ারইন ব্লগারদের উদ্যোগে" ব্যপক ভাবে শীতবস্ত্র বিতরন করা হয়। পোস্ট স্টিকি করার মাধ্যমে সামু কর্তৃপক্ষ তথা জানা আপা এই কার্যক্রম সফল করতে এগিয়ে আসে। ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও সহযোগীতায় সেবারের কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয় । প্রবাসী ব্লগারদের অংশগ্রহন ছিল চোখে পরার মত। ২০১১ সালে সম্মিলিত ভাবে না হলেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন ব্লগারগন উদ্দোগী হয়ে আর্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন।
২০১০ সালে আমরা লালমনিরহাট জেলার তিস্তা নদী তীরবর্তী একটি গ্রামে এই কার্যক্রম চালাই।
গতবার আমাদের সংগৃহিত কম্বল ও পোশাক-
একটা সামান্য কম্বলের জন্য অসাহায় মানুষদের আকুতিভরা অপেক্ষা-
খুব পরিকল্পিত ভাবে শীতের প্রাক্কালেই আমরা বিতরন সম্পন্ন করি।
এবার আমরা লক্ষীপুর জেলার মজুচৌধুরীর হাট নামক জায়গার মেঘনা তীরবর্তী স্থানে এই কার্যক্রম চালাতে চাই। এখানে প্রায় ১০০টি পরিবার আছে যারা নৌকায় বাস করে এবং মাছ ধরে জিবীকা নির্বাহ করে।
তারা দারিদ্রের নিম্ন সীমায় বাস করে। এদের কষ্ট অবর্ণনীয়।
উল্লেখ্য, এই নোউকাগুলোতে বসবাস করা শিশুরা আমাদের কিছু ব্লগারদের দ্বারা পরিচালিত "মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন" স্কুলে পড়ে।
এবার প্রতিটি পরিবারকে অন্তত ১ টি করে কম্বল দিতে চাই। পুরাতন কাপড় সংগ্রহ, বাছাই ও বিতরন ঝামেলাপূর্ণ তাই এবার আমরা সহব্লগারদের নিকট নতুন কম্বল, নতুন সোয়েটার বা নগদ টাকা আহবান করছি(কম্বল ক্রয় করার জন্য)।
আগামী ১৬ ই ডিসেম্বর এর মধ্যেই অর্থাৎ শীত শুরু হওয়া মাত্রই আমরা
প্রাপ্ত শীতবস্ত্রগুলো বিতরন করতে চাই।
দয়া করে আপনার সহায়তার হাত বাড়িয়ে দিন এই অসাহায় মানুষগুলোর প্রতি।
যোগাযোগ করুনঃ
শিপু ভাইঃ ০১৬৭১৩২৯৫১১ (খিলগাও, মালিবাগ, রামপুরা, বাসাবো,মগবাজার, মতিঝিল)
আজমান আন্দালীবঃ ০১৭২৭২৬২১৯৫ (সায়েদাবাদ, যাত্রাবাড়ি,সূত্রাপুর, গেন্ডারিয়া)
হুপফুলফরইভারঃ ০১৭১৭৬৫০২৪০ (উত্তরা, খিলক্ষেত)
জামিনদারঃ ০১৭৩২৬৩৯৩৭৩ (নোয়াখালি)
তামিম ইবনে আমানঃ ০১৮২৯২৬০১৯০ (বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, গুলশান, বনানী)
মৈত্রীঃ ০১৯১৭৩১৫৮৪২ (মোঃপুর,ধানমন্ডি, কলাবাগান, লালমাটিয়া)
একজন আরমানঃ ০১৯১৮০৫০৫৮০ (বাড্ডা, গুলশান)
ছোট মির্জাঃ ০১৬১১৩০০০০৩ (ফার্মগেট, কারওয়ানবাজার, পান্থপথ)
সুপান্থ সুরাহীঃ ০১৯১৩৮৪৩৩৫৬ (ময়মনসিংহ)
পাভেল হকঃ ০১৭৩০৩৩৩৭৬৯ (টঙ্গী, গাজিপুর, উত্তরা)
গরম কফিঃ ০১৭৫৫৫৭৯১৭৯ (চট্টগ্রাম)
মোঃ সালাহউদ্দিন ফয়সালঃ ০১৯১১৭৩১৩৮৪ (চাঁদপুর)
আমিনুর রহমানঃ ০১৭৫৫৩০৬০২১ (মিরপুর ও উত্তরা)
ঘুড্ডির পাইলট ওরফে রাফাত নূরঃ ০১৮৪৩৮৮৮৮৮১ (বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা)
আপেল মাহমুদঃ ০১৭১১০২৫৯৯০ (মিরপুর)
আব্দুল্লাহ নাটোরঃ ০১৭৪০-৯৪৬৮৮৮ (নাটোর)
ইউসুফ আলী রিংকূঃ ০১৭৬৪০০০৫৪৩ (রাজশাহী)
ব্যাংক একাউন্টঃ
যমুনা ব্যাংকঃ Soma Trading Corporation
00430210001049
ব্র্যাক ব্যাংকঃ Soma Trading Corporation
1512200509714001
বিকাশঃ ০১৯৬৭-৯৮৪৩৮৮
ফেসবুক ইভেন্টঃ View this link
যারা যেই মাধ্যমেই টাকা পাঠান তারা দয়া করে পোস্টে মন্তব্য করে জানিয়ে দিবেন।
আপনি কল করলে আপনার নিকট হতে শীতবস্ত্র/কম্বল/অর্থ সংগ্রহ করা হবে।
সংগৃহিত ত্রানের আপডেট ও বিবরন
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৩