উল্লসিত জনতা 'প্রতিরোধ সংগ্রামের বিজয় হয়েছে' বলে আনন্দ মিছিলে অংশ নেন। গাজার অধিবাসী নাসিম হামদুনা বলেন, "আমরা এতদিন কারাগারে বন্দি ছিলাম। বোমাবর্ষণ ও যুদ্ধ বন্ধ হওয়ায় আমি আনন্দ ধরে রাখতে পারছি না।"
হামাসের অন্যতম সিনিয়র নেতা আহমেদ বাহার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছেন, "প্রতিরোধ সংগ্রামীরা ইসরাইলের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এর মাধ্যমে গোটা ফিলিস্তিনকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করার পথ সুগম হয়েছে।"
অন্যদিকে ইসরাইলের বিরোধী দলীয় নেতা শাওল মোফাজসহ একাধিক নেতা বলেছেন, গাজায় ইসরাইল পরাজিত হয়েছে।
প্রশ্ন আসতে পারে ১৬০ জন জন ফিলিস্তিনিকে হত্যা, ১২০০জনকে আহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও তেলআবিব কিভাবে পরাজিত হলো?
এ প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে যুদ্ধবিরতির শর্তাবলীর দিকে নজর দিতে হবে।
শর্ত অনুযায়ী যুদ্ধতো বন্ধ হচ্ছেই পাশাপাশি গত কয়েক বছর ধরে চলা গাজা অবরোধও তুলে নেয়া হচ্ছে। এর ফলে ফিলিস্তিন স্বাধীনতার দিকে আরো একধাপ এগিয়ে গেল।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭