কলোরাডো রাজ্যের বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তা জেনিফার চার্চিল জানান, ভল্লুকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আবাসিক হলগুলোর আশপাশে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছিল। এক পর্যায়ে প্রাণীটি একটি গাছে উঠে পড়ে। এ অবস্থায় চেতনানাশক ইনজেকশনের মাধ্যমে ৯১ কেজি ওজনের এ পুরুষ ভল্লুককে গাছ থেকে নামানো হয়েছে। তবে, ১৫ ফুট উঁচু থেকে নামাতে যথেষ্টই বেগ পেতে হয়েছে। পরে ভয়ঙ্কর এ প্রাণীকে একটি পাহাড়ি এলাকায় ছেড়ে দেয়া হয়েছে। জেনিফার জানান, চোকবেরি এবং ওক গাছ হচ্ছে এ ধরনের ভল্লুকের প্রধান খাদ্য।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কখনও ভল্লুক দেখা না গেলেও ভল্লুকের চেয়ে হিংস্র প্রাণী এখানে রয়েছে। বলুন তো প্রাণীটির নাম কি
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১২ বিকাল ৫:৫২