কোথায় পাব স্নিগ্ধ হৃদয় বলো?
অলিন্দে জমা আছে উড়ে আসা ধুলোর রেনু,
গোলাপের বাগানে দারুন পাপের আবাদ
পপির সুবাসে—
ছিন্নমূল শিশুর হাতে গোলাপের তোড়া
তার আর ক'টাকা দাম আছে বলো?
তবুও আমি গোলাপহীন প্রেমিক তোমার সন্মুখে!
টিউশনির ক'টা টাকা বাকি পড়েছে
গৃহকর্তার ক্লান্ত অসহায় চোখের খামে,
বাবার পকেট— সেতো শূন্য মাসের শুরুতে!
মায়ের আঁচলের গিট শূন্য পেঁয়াজের দামে—
বরং এই নাও তোমায় দেব আস্ত পেঁয়াজ
মায়ের হেঁসেল থেকে সাবধানে করেছি চুরি,
এই নাও প্রিয়তমা নাগরিক হৃদয়, গোলাপি আলো—
এই আঁধার পাড়ি দিয়ে
দু'জনে বরং দেশান্তরি হই চলো—