এই বিশাল জনারণ্যে মানুষ কেন খুঁজে পাচ্ছি না?
এই মানুষের অকালে আমার হৃদয় সমগ্র ভরে উঠছে
নিদারুন শূন্যতার গল্পে—
ব্যার্থতার ঢংকা বাজায় প্রাণঘাতি যুদ্ধের দুন্দুভি
হৃৎপিণ্ড থেকে পিত্তথলি হয়ে মস্তিস্কের নিউরনে
ছুটছে সাঁজোয়া যান—অনাহুত ধ্বংসস্তূপের ভেতর;
অনাবিল প্রশান্তির জন্য, আকাশের মতো হৃদয়ের জন্য
যে পথেই হেঁটেছি— মাঝপথে থেমে গেছি অকারণ,
প্রেরণাহীন এগিয়ে যাব কি করে বলো?
আমার সুকুমার সৃষ্টি অনাসৃষ্টির অভিশাপে
অকালে ঘুমিয়ে যায় মাঝপথে,অভিমানি সে ঘুম
আর ভাঙ্গেনাকো কোনদিন—যেনো
নিশ্চল পাহাড় ঘুমিয়ে যায় বরফ বিপর্যয়ের দিনে।
এসব দিনে প্রহসনে মেতে উঠে বিধাতার ইংগিত
নির্মমতায় মেতে উঠে স্বজন সুহৃদ আমার—
আমি যে পথে হাঁটি,আমি যে পথ ভালবাসি
সে পথ মৃত সাপের মতো নিথর শীতল কেন?
সে পথ কেন ঢেকে দেয় কৃষ্ণপক্ষের আঁধার?
কেন সে পথ হাত মিলায় আমার শত্রু বিভিষনে?
কেন সে পথ মিশে যায় সেখানে- যেখানে যেতে চাইনি?