ক্লাস টেন এর বায়লজি ক্লাসে কম বয়সী মাষ্টারমশাই একটি মেয়েকে প্রশ্ন করলেন, অসিতা, মানুষের শরীরের একটা অঙ্গ আছে, যেটি একটি বিশেষ পরিবেশে নিজের স্বাভাবিক আয়তনের প্রায় আটগুন হয়ে যায়। প্রথমে বল, শরীরের কোন অংশের কথা বলছি। তারপর বল, আমি কোন পরিবেশের কথা বলছি?
অসিতা সদ্য-যৌবনা। প্রশ্নটা শুনে তার মুখ-চোখ আরক্ত হলো। সে বলল, আমি কখনই এর উত্তর দেব না। শুধু তাই নয় , আমি আজই বড় দিদিমনিকে জানাব যে, আপনি ক্লাসের মেয়েদের ঐসব প্রশ্ন করছেন।
মাষ্টারমশাই অসিতার কথায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে পাশের মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তৃষা, তুমি কি উত্তরটা দিতে পারবে?
তৃষা দাঁড়িয়ে উঠে বলল, হ্যাঁ স্যার, চোখের তারা। কম আলোতে সেটার আয়তন বাড়ে।
ভেরি গুড, বলে মাস্টার মশাই অসিতার দিকে তাকিয়ে বললেন, অসিতা, আমার তিনটে কথা মন দিয়ে শোন। প্রথমতঃ তুমি তোমার হোমটাস্ক কিচ্ছু করনি। দ্বিতীয়তঃ তোমার মনটা অত্যন্ত নোংরা। আর তৃতীয়তঃ আশা করবো একদিন তোমার এই ভুল ধারলা ভেঙ্গে যাবে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০০